নিয়োগ টিপস

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। নিচের প্রশ্ন ও উত্তর গুলো রেলওয়ে ভাইভা প্রস্তুতির জন্যও কাজে আসবে। আপনারা যারা রেলওয়ে পরীক্ষার প্রিলিমিনারী, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রশ্ন : রেলওয়ে পুলিশের সদর দপ্তর কোথায়?
উত্তর : কমলাপুর, ঢাকা।

প্রশ্ন : রেলওয়ের নিরাপত্তা বাহিনী কোন অধ্যাদেশ অনুযায়ী গঠিত হয়?
উত্তর : রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ, ১৯৭৬।

প্রশ্ন : কবে কোন আইনের মাধ্যমে রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ রহিত করা হয়?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ২০১৬; রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন, ২০১৬।

প্রশ্ন : রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নাম কী?
উত্তর : Government Railway Police

প্রশ্ন : রেলওয়ে পুলিশ প্রধানের পদবি কী?
উত্তর : অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

প্রশ্ন : RSB’র পূর্ণরূপ কী?
উত্তর : Railway Special Branch.

প্রশ্ন : রেলওয়ে পুলিশকে একটি রেঞ্জের আওতাভুক্ত করা হয় কবে?
উত্তর : ১৪ আগস্ট ১৯৪৭।

প্রশ্ন : স্বাধীনতার পর রেলওয়ে পুলিশের জেলা ছিল কয়টি?
উত্তর : ২ টি; সৈয়দপুর ও চট্টগ্রাম।

প্রশ্ন : স্বাধীনতার পর ঢাকা কোন রেলওয়ে পুলিশের জেলার অধীনে ছিল?
উত্তর : চট্টগ্রাম।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের রেলওয়ে পুলিশের জেলা কয়টি ও কী কী?
উত্তর : ৬টি চট্টগ্রাম, ঢাকা, সিলেট, সৈয়দপুর, পাকশী ও খুলনা।

প্রশ্ন : রেলওয়ে জেলাগুলাের অধীনে কয়টি থানা রয়েছে?
উত্তর : ২৪টি।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে বিভাগ কয়টি?
উত্তর : ৪টি— ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কবে চালু হয় এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর : ১৯৭৬ সালে চালু হয় এবং এটি চট্টগ্রামের হালি শহরে অবস্থিত।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে জাদুঘর কবে স্থাপিত হয়?
উত্তর : ১৫ নভেম্বর ২০০৩।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে জাদুঘরের অবস্থান কোথায়?
উত্তর : পাহাড়তলী, চট্টগ্রাম।

প্রশ্ন : ভ্রাম্যমাণ রেল জাদুঘরের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।

প্রশ্ন : ভ্রাম্যমাণ রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৭ এপ্রিল ২০২২।

প্রশ্ন : বাংলাদেশের কোন ফেরিঘাট দিয়ে রেল চলাচল করত?
উত্তর : বাহাদুরাবাদ ফেরিঘাট।

প্রশ্ন : বাহাদুরাবাদ ফেরিঘাট কবে নির্মাণ করা হয়?
উত্তর : ১৯৩৮ সালে।

প্রশ্ন : বাহাদুরাবাদ ফেরিঘাট দিয়ে কবে রেল চলাচল বন্ধ হয়ে যায়?
উত্তর : ২০০০ সালে।

প্রশ্ন : বাহাদুরাবাদ ফেরিঘাট সংযুক্ত করেছিল কোন দুটি জেলাকে?
উত্তর : জামালপুর ও গাইবান্ধা।

প্রশ্ন : বাংলাদেশে রেলওয়ে জংশন কয়টি?
উত্তর : ৩৮টি। [সূত্র : উইকিপিডিয়া।]

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রেলওয়ে জংশন কোনটি?
উত্তর : ঈশ্বরদী।

প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর নির্মিত?
উত্তর : গঙ্গা (পদ্মা)।

প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত?
উত্তর : ৫,৮৯৪ ফুট (১.৮ কিমি)।

প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ৪ মার্চ ১৯১৫।

প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর : ১৯১২ সালে।

প্রশ্ন : ‘রাজা ষষ্ঠ জর্জ সেতু’র অপর নাম কী?
উত্তর : ভৈরব সেতু।

প্রশ্ন : ভৈরব রেলসেতু যুক্ত করেছে—
উত্তর : ভৈরব (কিশােরগঞ্জ) ও আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া)।

প্রশ্ন : ভৈরব রেলসেতু কোন নদীর ওপর নির্মিত?
উত্তর : মেঘনা।

প্রশ্ন : রূপসা রেলসেতু কোথায় অবস্থিত?
উত্তর : বটিয়াঘাটা, খুলনা।

প্রশ্ন : রূপসা রেলসেতু কোন নদীর ওপর নির্মিত?
উত্তর : রূপসা নদী।

প্রশ্ন : সংযােগ রেললাইনসহ রূপসা রেলসেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৫.১৩ কিমি (মূল সেতুর দৈর্ঘ্য ৭১৬ মিটার)।

প্রশ্ন : বাংলাদেশের কোন সেতুতে সড়ক ও রেলপথ রয়েছে?
উত্তর : বঙ্গবন্ধু সেতু।

প্রশ্ন : নির্মিতব্য বাংলাদেশের একক দীর্ঘতম রেলসেতু কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর : ২৯ নভেম্বর ২০২০।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :৪.৮০ কিলােমিটার।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি কোন দুটি জেলাকে সংযুক্ত করবে?
উত্তর : টাঙ্গাইল ও সিরাজগঞ্জ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন প্রকৃতির?
উত্তর : ডুয়েল গেজ (ডাবল লাইন)।

প্রশ্ন : দেশের বৃহত্তম রেল প্রকল্পটির অফিসিয়াল নাম কী?
উত্তর : পদ্মা সেতু রেল সংযোেগ প্রকল্প (PBRLP)।

প্রশ্ন : পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৭২ কিলােমিটার।

প্রশ্ন : পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১৪ অক্টোবর ২০১৮।

প্রশ্ন : মূল পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ কবে শুরু হয়?
উত্তর : ২০ আগস্ট ২০২২।

প্রশ্ন : PBRLP ঢাকার সাথে কয়টি জেলার সংযােগ স্থাপন করবে?
উত্তর : ৮টি— নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গােপালগঞ্জ, নড়াইল ও যশাের।

প্রশ্ন : পদ্মা রেলসেতুতে প্রথমবারের মতাে কোন প্রকৃতির রেললাইন প্রবর্তন করা হয়?
উত্তর : এলিভেটড ভায়াডাক্টে ব্যালাস্টবিহীন রেললাইন (২৩ কিমি)।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button