আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাধারণ জ্ঞান

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে কম-বেশি কিছু প্রশ্ন এসে থাকে। আসা করি এই প্রশ্ন ও উত্তরগুলো আপনাদের উপকারে আসবে। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবেন। ইনশাল্লাহ!

জাতিসংঘ

প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরােধিতা করেছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র এবং চীন।

প্রশ্ন : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুরােধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন কবে শুরু হয়?
উত্তর : ৪ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : কোন দেশের ভেটোর কারণে যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবটি নাকচ হয়?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন

প্রশ্ন : তৎকালীন নিরাপত্তা পরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর : টেইলর-কামারা (সিয়েরা লিওন)।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের আলােচনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন কে?
উত্তর : জুলফিকার আলী ভুট্টো।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে?
উত্তর : উ থান্ট (মিয়ানমার)।

প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভারত পাকিস্তান ইস্যুটি নিয়ে আলােচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠিয়ে দেয় কবে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : বিশ্বের কোন দুটি প্রভাবশালী দেশ বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল?
উত্তর : তঙ্কালীন সােভিয়েত ইউনিয়ন আস (রাশিয়া) এবং ভারত।

প্রশ্ন : সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয় কবে?
উত্তর : ৮ ডিসেম্বর ১৯৭১। প্রস্তাবটি গৃহীত হয় ১০৪-১১ ভােটে, আর ১০টি দেশ ভােট দানে বিরত থাকে।

প্রশ্ন : জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : সমর সেন।

প্রশ্ন : জাতিসংঘে সােভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : ইয়াকুব মালিক।

প্রশ্ন : জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : হুয়াং হুয়া।

প্রশ্ন : জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : জর্জ এইচ ডব্লিউ বুশ (তিনি পরবর্তীতে ৪১তম মার্কিন প্রেসিডেন্ট হন)।

প্রশ্ন : জাতিসংঘে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

প্রশ্ন : সােভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে বিশ্বসভায় বাংলাদেশ’ নাম প্রথম উচ্চারণ করেন কে?
উত্তর : ইয়াকুব মালিক।

বিদেশ থেকে প্রকাশিত পত্র-পত্রিকা

  • পরিক্রমা- লন্ডন, যুক্তরাজ্য
  • বাংলাদেশ পত্র- যুক্তরাষ্ট্র
  • Bangladesh Today- লন্ডন, যুক্তরাজ্য
  • শিখা- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  • স্ফুলিঙ্গ- কুইবেক, কানাডা
  • বাংলাদেশ নিউজ লেটার- শিকাগাে, যুক্তরাষ্ট্র
  • Bangladesh West- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  • Coast news Bulletin- যুক্তরাষ্ট্র

[সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১- এইচ টি ইমাম; পৃষ্ঠা ১৯২-১৯৩]

কূটনীতি

প্রশ্ন : বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম কুটনীতিবিদ কে?
উত্তর : কে এম শাহাবুদ্দিন আহমেদ (ভারতের দিল্লিতে তৎকালীন পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি) ও আমজাদুল হক (ভারতের দিল্লিতে তল্কালীন পাকিস্তান হাইকমিশনের অ্যাসিস্টেন্ট সহকারী প্রেস অ্যাটাশে)।

প্রশ্ন : কবে তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : ৬ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনের এ প্রধান হােসেন আলী কবে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম মিশন আত্মপ্রকাশ করে কবে?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১; কলকাতায়।

প্রশ্ন : বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর : এ এফ এম আবুল ফতেহ (ইরাক); আনুগত্য প্রকাশ; ২৯ আগস্ট ১৯৭১।

প্রশ্ন : বিদেশের মাটিতে প্রথমবারের মতাে বাংলাদেশের পতাকা ওড়ানাে হয় কবে?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১; কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনে।

মুক্তিযুদ্ধের সময় কয়েকটি দেশের রাষ্ট্র-সরকারপ্রধান-পররাষ্ট্রমন্ত্রী

দেশ  প্রেসিডেন্ট/সমমর্যাদা প্রধানমন্ত্রী/সমমর্যাদা পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র  রিচার্ড নিক্সন উইলিয়াম পিয়ার্স রজার্স
যুক্তরাজ্য রানি দ্বিতীয় এলিজাবেথ এডওয়ার্ড হিথ আলেক ডগলাস হােম
ভারত ভিভি গিরি ইন্দিরা গান্ধী সরদার শরণ সিং
সােভিয়েত  নিকোলাই পদগনি অ্যালেক্সি কোসিগিন আন্দ্রেই ঘোমিকো
চীন  ডং বিউ চৌ এন-লাই চেন ই
ফ্রান্স 
জর্জ পম্পিডু
জ্যাক চবন ডেলমাস 
মরিস সকুমান

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু

প্রশ্ন : বিশ্বের কোন সরকার প্রধান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করেন?
উত্তর : ভারতের তঙ্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি কে?
উত্তর : উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড; নেদারল্যান্ডস বংশােদ্ভূত; অস্ট্রেলীয় নাগরিক। তিনি বীরপ্রতীক খেতাব লাভ করেন।

প্রশ্ন : তাকে নিয়ে নির্মিত বীরপ্রতীক ওডারল্যান্ড’ তথ্যচিত্রটির পরিচালক কে?
উত্তর : মাহবুবুর রহমান।

প্রশ্ন : কোন সাংবাদিক পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
উত্তর : সাইমন ড্রিং (যুক্তরাজ্য)।

প্রশ্ন : পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বের কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়?
উত্তর : The Daily Telegraph; ৩০ মার্চ ১৯৭১।

প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরতা ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় কী শিরােনামে প্রকাশিত হয়?
উত্তর : Tanks Crush Revolt in Pakistan।

প্রশ্ন : পাকিস্তানি গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক কে ?
উত্তর : সাইমন ড্রিং (যুক্তরাজ্য)।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের ওপর রচিত কবিতা September on Jessore Road এর রচয়িতা কে?
উত্তর : মার্কিন কবি আরউইন অ্যালেন গিন্সবার্গ।

প্রশ্ন : September on Jessore Road কবিতাটি কত লাইনের?
উত্তর : ১৫১ লাইনের।

প্রশ্ন : অ্যালেন গিন্সবার্গ কবে কবিতাটি রচনা করেন?
উত্তর : ১৪-১৬ নভেম্বর ১৯৭১।

প্রশ্ন : September on Jessore Road কবিতাটি বাংলা অনুবাদ করেন কে?
উত্তর : খান মােহাম্মদ ফারাবী।

প্রশ্ন : September on Jessore Road বাংলা কবিতার ভাবানুবাদ এবং সুরারােপ করে গানাকারে নিয়ে আসেন কে?
উত্তর : মৌসুমী ভৌমিক।

প্রশ্ন : কোন মার্কিন সিনেটর বাংলাদেশের ই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন?
উত্তর : এডওয়ার্ড কেনেডি।

প্রশ্ন : পাকিস্তানি গণহত্যার তথ্যাদি সংগ্রহ করে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় প্রকাশ করেন কোন সাংবাদিক?
উত্তর : নেভিলে অ্যান্থনি মাসকারেনহাস; ১৩ জুন ১৯৭১।

প্রশ্ন : ঢাকায় নিযুক্ত কোন মার্কিন কনসাল জেনারেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন?
উত্তর : আচার কে ব্লাড।

প্রশ্ন : ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে?
উত্তর : অজয় মুখােপাধ্যায়।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের জনপ্রিয় গান শােনাে একটি মুজিবরের থেকে ও মাগাে, ভাবনা কেন, আমরা তােমার শান্তি প্রিয় শান্ত ছেলে’ এর গীতিকার কে?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদার (ভারত)।

সপ্তম নৌবহর

প্রশ্ন : টাস্কফোর্স-৭৪ কী?
উত্তর : পাকিস্তানকে সহায়তা করার জন্য সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

প্রশ্ন : সপ্তম নৌবহর কী?
উত্তর : পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠিত মার্কিন নৌবহর।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কবে?
উত্তর : ৯ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রে সজ্জিত টাস্কফোর্সটির নেতৃত্বদানকারী জাহাজটির নাম কী ছিল?
উত্তর : ইউএসএস এন্টারপ্রাইজ (১১২৩ ফুট বা ৩৪২.৩ মিটার)।

প্রশ্ন : USS Enterprise-এর সামরিক নাম কী?
উত্তর : CVN-66 (পূর্বে নাম ছিল CVA (N-65, এর ডাকনাম ‘Big E’ বা MobileCheruncby বা Quarter Mile Island)।

প্রশ্ন : সপ্তম নৌবহরকে প্রতিহতের জন্য বঙ্গোপসাগরে ব্যাপক সামরিক শক্তি সমাবেশের ঘােষণা দেয় কোন দেশ?
উত্তর: রাশিয়া।

মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশিদের লেখা

প্রশ্ন : The Testimony of Sixty কী?
উত্তর : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সংস্থা অক্সফামের মাধ্যমে বিশ্বের খ্যাতনামা ৬০ জন ব্যক্তির উদাত্ত আহ্বানের সংকলন। আহ্বানে তারা অবিলম্বে যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশকে সাহায্যের দাবি জানান। যারা বিশ্ব বিবেকের কাছে এ আবেদন তুলেন তাদের মধ্যে অন্যতম মাদার তেরেসা, ব্রিটিশ এমপি জন স্টোন হাউজ, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, সাংবাদিক জন পলিজারসহ ৬০ জন ব্যক্তি।

প্রশ্ন : অক্সফামের তক্কালীন পরিচালক এইজ লেসলি কাকলি স্বাক্ষরিত The Testimony of Sixty প্রকাশিত হয় কবে?
উত্তর : ২১ অক্টোবর ১৯৭১।

বিদেশিদের মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি গ্রন্থ

গ্রন্থ লেখক
The Blood Telegram গ্যারি জে ব্যাস (যুক্তরাষ্ট্র)
The Betrayal of East Pakistan লে. জে. এ এ কে খান নিয়াজি (পাকিস্তান)
Witness to Surrender সিদ্দিক সালিক (পাকিস্তান)
The Cruel Birth of Bangladesh
আর্চার কে. ব্লাড (যুক্তরাষ্ট্র) 
The Liberation of Bangladesh
মেজর জেনারেল সুখবন্ত সিং (ভারত)
A Golden Age
তাহমিমা আনাম (বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ)
Surender at Dacca : Birth of a Nation লে. জেনারেল জে এফ আর জ্যাকব (ভারত)
The Discovery of Bangladesh স্টিফেন এম গিল (যুক্তরাষ্ট্র)
Bangladesh: Alegacy of Blood নেভিলে অ্যান্থনি ম্যাসকারেনহাস (পাকিস্তান)
The Rape of Bangladesh নেভলে অ্যান্থনি ম্যাসকারেনহাস (পাকিস্তান)
Massacre রবার্ট পেইন (যুক্তরাষ্ট্র)
The Tortured and theDamned
রবার্ট পেইন (যুক্তরাষ্ট্র)

আপনি খুজুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস,মুক্তিযুদ্ধের ছবি,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১,ষষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধ,সমাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিসিএস,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস,বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button