- বৈরাগীর ভিটা অবস্থিত করতােয়া নদীর তীরে বগুড়ার মহাস্থানগড়ে।
- বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুরে ।
- বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ– সিলেটের; ঢাকা-ময়মনসিহং অঞ্চলের ঐতিহ্যবাহী নাচজারি; রংপুর, রাজশাহী অঞ্চলের নৃত্য- ঝুমুর।
- উয়ারি বটেশ্বর ২০১০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
- নরসিংদীর বেলাবােতে অবস্থিত উয়ারি বটেশ্বরে পাওয়া গেছে ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির।
- সপ্তদশ শতাব্দীতে শায়েস্তা খান নির্মিত সাত গম্বুজ মসজিদটি (মূলত গম্বুজ সংখ্যা ৩টি) — ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত।
- শালবন ও আনন্দ বিহার কুমিল্লার ময়নামতিতে, সােমপুর বিহার নওগাঁর- পাহাড়পুরে, সীতাকোট বিহার- দিনাজপুরে, মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে এবং ভাসু বিহার বগুড়ারমহাস্থানগড়ে অবস্থিত।
- পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মিত হয়— পাল শাসনামলে, এটি নির্মাণ করেন রাজা ধর্মপাল।
- শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে; শালবন বিহার বিখ্যাত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের জন্য।
- ঢাকায় অবস্থিত যে বিহার— শাক্যমুনি বিহার।
- ময়নামতির নিদর্শন— বৌদ্ধ ধর্মের (৭ম শতক)।
- ভােজ বিহার অবস্থিত যে জেলায় কুমিল্লা।
- সােনারগাঁয়ের নামকরণ করা হয়— ঈসা খানের স্ত্রী সােনা বিবির নাম অনুসারে।
- বৈরাগীর ভিটা, গােবিন্দ ভিটা, খােদার পাথর ভিটা, শীলাদেবীর ঘাট, লক্ষ্মীন্দরের মেধ, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর মহাস্থানগরে অবস্থিত।
- পাঁচবিবির মাজার, সােনা বিবির মাজার, পঞ্চম পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, পানাম নগর ও বাংলাদেশ লােকশিল্প জাদুঘর— সােনারগাঁও এ অবস্থিত।
- কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থান ময়নামতি, যা রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয়েছে।
- আওরঙ্গবাদ দুর্গ হিসেবে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শাহজাদা মােহাম্মদ আজম শুরু করলেও শেষ করেন সুবেদার শায়েস্তা খা ।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত— সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার (আসল নাম ইরান দুখত)।
- ঢাকার নবাব আব্দুল গণি তাঁর পুত্র আহসানউল্লাহর নামানুসারে ১৮৭২ সালে নির্মাণ করেনআহসান মঞ্জিল।
- উত্তরা গণভবন অবস্থিত— নাটোর জেলায়। পানাম নগর অবস্থিত সােনারগাঁয়ে।
- বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে।
- ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা গােলাম পীর।
- নুসরতশাহ নির্মাণ করেন— রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছােট সােনা মসজিদ।
- কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁয়, বাঘা মসজিদ অবস্থিত রাজশাহীতে ।
- কান্তজীর মন্দির দিনাজপুর জেলার কান্তনগরে অবস্থিত, রামুমন্দির অবস্থিত কক্সবাজারের রামু থানায়।
- রামসাগর- দিনাজপুরে, নীলসাগর- নীলফামারীতে এবং ধর্মসাগর- কুমিল্লায় অবস্থিত।
- বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন— সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন—মুর্শিদকুলী খান।
- শাহ সুলতান বলখী ও শীলাদেবীর ঘাট-মহাস্থানগড়ে।
- পাঁচ পীরের মাজার– সােনারগাঁয়ে।
- গুরুদুয়ারা নানক শাহী যে জন্য বিখ্যাত শিখদের ধর্মীয় উপাসনালয় (অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
- বাংলাদেশের প্রাচীনতম পার্ক- বাহাদুরশাহ পার্ক।
- বড় কাটরা ও ছােট কাটরা উভয়ই ঢাকার চকবাজারে অবস্থিত।
- বড় কাটরার নির্মাতা শাহ সুজা এবং ছােট কাটরার নির্মাতা শায়েস্তা খান।
- ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা ।
- হােসনি দালান এর নির্মাতা মীর মুরাদ।
