আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীপিডিএফ ডাউনলোডপ্রাথমিক শিক্ষক

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF]

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF] একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF]

এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী [PDF]

প্রশ্ন : আধুনিক অলিম্পিকের প্রবর্তক হলেন
উত্তর : ব্যারন পিয়ারে দ্য কুবার্তো।

প্রশ্ন : ২০২২ সালে অষ্টম আইসিসি টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
উত্তর : অস্ট্রেলিয়ায়।

প্রশ্ন : বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ
উত্তর : চীন।

প্রশ্ন : বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
উত্তর : কনস্ট্যান্টিনােপল।

প্রশ্ন : টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত
উত্তর : মণিপুর ।

প্রশ্ন : রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়
উত্তর : ১৯১৭ সালে ।

প্রশ্ন : কম্বােডিয়ার রাজধানীর নাম
উত্তর : নমপেন ।

প্রশ্ন : ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট
উত্তর : রিচার্ড নিক্সন।

প্রশ্ন : সর্বপ্রথম লােহা আবিষ্কৃত হয়
উত্তর : এশিয়া মাইনরে ।

প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যে দু’টি দেশের মধ্যে
উত্তর : মিসর ও ইসরাইল।

প্রশ্ন : জাপানের গােয়েন্দা সংস্থার নাম
উত্তর : নাইচো (Naicho)।

প্রশ্ন : জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন
উত্তর : ভিয়েনা কনভেনশন ।

প্রশ্ন : Yalta Conference’র একটি লক্ষ্য ছিল
উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা ।

প্রশ্ন : কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত
উত্তর : মার্লবােরাে হাউজ।

প্রশ্ন : IAEA ‘র সদর দপ্তর
উত্তর : ভিয়েনা।

প্রশ্ন : মানবাধিকার দলিল ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়
উত্তর : ১৫ জুন ১২১৫।

প্রশ্ন : পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়
উত্তর : ব্যাবিলনে।

প্রশ্ন : সেনকাকু দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে
উত্তর : চীন ও জাপানের।

প্রশ্ন : জেসমিন বিপ্লব হয়
উত্তর : তিউনিসিয়ায়।

প্রশ্ন : ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়
উত্তর : ১৯৭৯ সালে।

প্রশ্ন : চীন প্রথম বৈদেশিক নৌঘাটি স্থাপন করে
উত্তর : জিবুতিতে।

প্রশ্ন : OIC’র অফিসিয়াল তিনটি ভাষা
উত্তর : আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ ।

প্রশ্ন : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
উত্তর : ৮ সেপ্টেম্বর।

প্রশ্ন : বিশ্বব্যাংকের Soft Loan Window হলাে
উত্তর : IDA।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত
উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ।

প্রশ্ন : ইয়াঙ্গুন যে নদীর তীরে অবস্থিত
উত্তর : ইরাবতী।

প্রশ্ন : ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে
উত্তর : ডােভার প্রণালি ।

প্রশ্ন : পারমাণবিক বােমার জনক ওপেন হেইমার জন্মগ্রহণ করেন
উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী
উত্তর : মার্গারেট থ্যাচার।

প্রশ্ন : টেনিস খেলার জন্ম হয়
উত্তর : যুক্তরাজ্যে।

প্রশ্ন : ২০২০ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে
উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।

প্রশ্ন : ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
উত্তর : কিগালি, রুয়ান্ডা।

প্রশ্ন : চতুর্থ আরব দেশ হিসেবে যে দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়
উত্তর : বাহরাইন।

প্রশ্ন : চাবাহার বন্দর অবস্থিত
উত্তর : ইরান।

প্রশ্ন : বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০২২ সালের ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে
উত্তর : ৩২টি দল।

প্রশ্ন : ডুরান্ড লাইন যে দুটি দেশের সীমারেখা চিহ্নিত করে পাকিস্তান
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : ‘ব্রহ্মদেশ’ নামে পরিচিত
উত্তর : মিয়ানমার।

প্রশ্ন : সাহিত্যে প্রথম নােবেল বিজয়ী নারী
উত্তর : সেলমা লাগেরলফ; সুইডেন।

প্রশ্ন : সাবেক সােভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত
উত্তর : ১৫টি রাষ্ট্র।

প্রশ্ন : ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম
উত্তর : বুকার পুরস্কার।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম
উত্তর : হাউস অব রিপ্রেজেন্টেটিভ।

প্রশ্ন : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
উত্তর : জিমি কার্টার।

প্রশ্ন : জাতিসংঘের ইউরােপীয় সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button