তথ্য যোগাযোগ ও প্রযুক্তিপ্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য তথ্য ও প্রযুক্তি

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য তথ্য ও প্রযুক্তি 

প্রশ্ন : ‘ল্যাপটপ’ কি?
উত্তর : ছোট কম্পিউটার

প্রশ্ন : পৃথিবীতে কখন ল্যাপটন কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
উত্তর : এপসন, ১৯৮১

প্রশ্ন : কম্পিউটারে কোনটি নেই?
উত্তর : বুদ্ধি বিবেচনা

প্রশ্ন : কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর : হাওয়ার্ড এইকিন

প্রশ্ন : কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : মাইক্রোসফট

প্রশ্ন : কম্পিউটার একটি-
উত্তর : হিসাবকারী যন্ত্র

প্রশ্ন : কম্পিউটার এর জনক বলা হয় কাকে?
উত্তর : চার্লস ব্যাবেজ

প্রশ্ন : নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
উত্তর : পুনরাবৃত্তিমূলক কাজ

প্রশ্ন : বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি?
উত্তর : দোয়েল

প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে?
উত্তর : অ্যাডা অগাষ্টাি

প্রশ্ন : ‘অ্যাবাকাস কী?
উত্তর : এক প্রকার গণনা যন্ত্র

প্রশ্ন : কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ন্যানোসেকেন্ড

প্রশ্ন : ন্যানো সেকেন্ড হলো-
উত্তর : এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ

প্রশ্ন : একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
উত্তর : ২ কোটি

প্রশ্ন : শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
উত্তর : ভারতীয়

প্রশ্ন : প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
উত্তর : জর্জ বুল

প্রশ্ন : বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-
উত্তর : যুক্তরাষ্ট্রে

প্রশ্ন : বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
উত্তর : আইবিএম-১৬২০ সিরিজ

প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন-
উত্তর : ১৯৯৬ সালে

প্রশ্ন : কম্পিউটারে ট্রানজিষ্টর আবিস্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯৪৮ সালে

প্রশ্ন : কম্পিউটারে কোনটি নেই?
উত্তর : বুদ্ধি

প্রশ্ন : এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে-
উত্তর : হাইব্রিড কম্পিউটার

প্রশ্ন : প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
উত্তর : বায়ুশূন্য ভাল্ব

প্রশ্ন : Which type of Computers are also called midrange computers?
উত্তর : Mini Computer

প্রশ্ন : Older computers were-
উত্তর : Analog

প্রশ্ন : Computer শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : গ্রিক

প্রশ্ন : এক ন্যানো সেকেন্ড = কত?
উত্তর : এক সেকেন্ডের 100 কোটি ভাগের এক ভাগ

প্রশ্ন : নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
উত্তর : বুদ্ধিমত্তা

প্রশ্ন : অ্যাবাকাস কে ‘সারোবান’ বলা হয় কোন দেশে?
উত্তর : জাপান

প্রশ্ন : সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর এর নাম কি?
উত্তর : টমাস এরিথোমিটার

প্রশ্ন : কিসের জন্য প্রথম পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়?
উত্তর : বস্ত্র শিল্পে নকশার জন্য

প্রশ্ন : কে সর্বপ্রথম পাঞ্চকার্ড ব্যবহার শুরু করেন?
উত্তর : জোসেফ মেরি

প্রশ্ন : প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি?
উত্তর : মার্ক-১

প্রশ্ন : প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার নিচের কোনটি?
উত্তর : এনিয়াক-১

প্রশ্ন : মাইক্রোকম্পিউটারের জনক কে?
উত্তর : হ্যানরি এডওয়ার্ড রবার্ট

প্রশ্ন : মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৫ সালে

প্রশ্ন : গুগল এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ক্যালিফোর্নিয়া

প্রশ্ন : বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে?
উত্তর : ১৯৬৪ সালে

প্রশ্ন : বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৯ সালে

প্রশ্ন : বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি?
উত্তর : অ্যাবাকাস

প্রশ্ন : নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তর : সিলিকন

প্রশ্ন : বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমকে কি বলা হয়?
উত্তর : বিগ ব্লু

প্রশ্ন : বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : পল অ্যালেন

প্রশ্ন : গুগোল এর প্রকৃত নাম কোনটি?
উত্তর : ব্যাকরাব

প্রশ্ন : গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগ

প্রশ্ন : সাধারণত আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেটা কোন ধরনের কম্পিউটার?
উত্তর : ডিজিটাল কম্পিউটার

প্রশ্ন : হাসপাতালে রোগীর রক্তচাপ, হৃদ যন্ত্রের ক্রিয়া ইত্যাদি মাপতে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়?
উত্তর : হাইব্রিড কম্পিউটার

প্রশ্ন : আকার আয়তন, ইত্যাদির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৪ ভাগ

প্রশ্ন : বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, জঙ্গীবিমান ইত্যাদি কাজে কোন কম্পিউটার ব্যবহৃত হয়?
উত্তর : সুপার কম্পিউটার

প্রশ্ন : ল্যাপটপ কোন ধরনের কম্পিউটার?
উত্তর : মাইক্রো কম্পিউটার

প্রশ্ন : সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?
উত্তর : সুপার কম্পিউটার

প্রশ্ন : কোন ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটারও বলা হয়?
উত্তর : মিনি কম্পিউটার

প্রশ্ন : বাংলাদেশের তৈরি ল্যাপটপ-
উত্তর : দোয়েল

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button