আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন ও উত্তর

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইন-শা-আল্লাহ! তো চলুন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেয়া যাক-

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ডিজিটাল নিরাপত্তা আইন জাতীয় সংসদে পাস হয়-
উত্তর : ২০১৮ সালে।

প্রশ্ন : বিটকয়েন (ডিজিটাল মুদ্রা) উদ্ভাবন করেন—
উত্তর : জাপানের নাগরিক সাতােশি নাকামাতাে (২০০৮ সালে)।

প্রশ্ন : যত বিট সমান ১ নিবল (Nibble)—
উত্তর : ৪ বিট।

প্রশ্ন : কম্পিউটার বন্ধ করলেই যে মেমােরির ডেটা মুছে যায়-
উত্তর : RAM (Volatile memory)

প্রশ্ন : কম্পিউটারে ইংরেজি বড় হাতের বর্ণ টাইপ করতে কি-বাের্ডের যে বাটন চাপতে হয়—
উত্তর : Caps Lock বাটন।

প্রশ্ন : কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ
উত্তর : Bits.

প্রশ্ন : জুম-এর প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান
উত্তর : একজন চীনা প্রযুক্তি ব্যবসায়ী।

প্রশ্ন : হার্ডডিস্ক যে ধরনের মেমােরি—
উত্তর : সেকেন্ডারি মেমােরি।

প্রশ্ন : ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পরের অংশটিকে 2661-
উত্তর : Domain nameli a

প্রশ্ন : ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP-এর। পূর্ণরূপ—
উত্তর : Simple Mail Transfer Protocol

প্রশ্ন : কম্পিউটারের সিপিইউতে অবস্থিত রেজিস্টার মেমােরির কাজ-
উত্তর : কম্পিউটারের গতি বাড়ানাে।

প্রশ্ন : কম্পিউটারে কোনাে অক্ষরকে একটু ওপরে লেখাকে বলা হয়-
উত্তর : সুপারটি ।

প্রশ্ন : ভিন্ন ভিন্ন প্রটোকবিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে যে ডিভাইসটি ব্যবহৃত হয়
উত্তর : গেটওয়ে (Gateway)।

প্রশ্ন : গুগলের প্রকৃত নাম-
উত্তর : ব্যাকরাব (Bickrub)।

প্রশ্ন : একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যােগাযােগের জন্য ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয়-
উত্তর : ইন্ট্রানেট (Intranet)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button