World Economic Forum
World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম একটি অলাভজনক স্বাধীন, নিরপেক্ষ প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে সহযােগিতামূলক কাজে যুক্ত রয়েছে। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কলগনিতে। বৈশ্বিক ও আঞ্চলিক এজেন্ডা তৈরিতে রাজনৈতিক, ব্যবসায়ী, একাডেমিকসহ সমাজের নেতৃস্থানীয় লােকদের সাথে আন্তরিকভাবে এটি কাজ করে থাকে। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার খ্যাতি রয়েছে এই প্রতিষ্ঠানটির। বিশ্ব জনমত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার চেষ্টা করে। প্রয়ােজনে অসংখ্য সম্মেলন, গবেষণামূলক কাজ, টাস্ক ফোর্স গঠন প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের চেষ্টা চালিয়ে যায়। উল্লেখ্য, World Economic Forum (WEF) নারী প্রতিনিধিত্ব বাড়াতে দু বছর আগে একটি কোটা পদ্ধতি চালু করে। বিশ্বের ১০০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিজেদের ৪ জন পুরুষ প্রতিনিধির বিপরীতে অবশ্যই একজন নারী প্রতিনিধি পাঠাবে। তবে সর্বশেষ সম্মেলনে ১৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব করে। এই ফাউন্ডেশন মূলত ১০০০টি সদস্য কোম্পানি দ্বারা অনুদানকৃত ও পরিচালিত হয়ে থাকে।