MDG ও SDG কী?
1 Answers
এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গােল হলাে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ১৮৯ টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণের সম্মিলিত একটি অঙ্গীকার। আর তা হলাে- ২০১৫ সালের মধ্যে তারা নিজ নিজ দেশ আটটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবেন।
অন্যদিকে, এসডিজি বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গােল হলাে ভবিষ্যৎ টেকশই আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এসডিজি এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মােট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
Your Answer