সাধারণত প্রতিষ্ঠান, বই, শিল্পকর্ম, চলচ্চিত্র, পত্রিকা ইত্যাদির নাম; তত্ত্ব, ধারণা, মতবাদ, সূত্র ইত্যাদির উল্লেখ এবং বাক্যে কোনাে শব্দ বা বাক্যাংশকে বিশেষ গুরুত্ব দিতে একক উদ্ধৃতিচিহ্ন (‘…’) ব্যবহৃত হয়। যেমন ‘শেষ লেখা রবীন্দ্রনাথের শেষ সাহিত্যকর্ম। বর্তমানে সুশীল সমাজ’ ইতিবাচক ভূমিকায় রয়েছে। আবার সাধারণত প্রত্যক্ষ উক্তিতে এবং কোনাে বইয়ের অন্তর্গত শিরােনামে দ্বৈত উদ্ধৃতিচিহ্ন (“…”) ব্যবহৃত হয়। যেমন : সে বলল, “কাল বাড়ি যাব।” রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কাব্যের “সাধারণ মেয়ে” কবিতা থেকে লাইনটি নেয়া হয়েছে। তাছাড়া উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি থাকলে বাহিরের উদ্ধৃতি দ্বৈত ও ভিতরেরটি একক উদ্ধৃতিচিহ্ন হয়।
Home বাংলা ব্যাকরণে ‘ও’ এর প্রায়ােগিক পার্থক্য কী?
বাংলা ব্যাকরণে ‘ও’ এর প্রায়ােগিক পার্থক্য কী?
1 Answers