1 Answers
কোনাে বিষয়ের বর্ণনা, বিচার-বিবেচনা, আলােচনা ইত্যাদি হলাে তথ্য (Information), যা সঠিক হতে পারে, আবার নাও পারে। আর কোনাে বিবৃতি, ধারণা, চিন্তা-চেতনা, কল্পনা ইত্যাদি যথােপযুক্ত যুক্তি, প্রমাণ, গাণিতিক বা যথাযথ পদ্ধতি অনুসরণে সুপ্রতিষ্ঠিত হলে তা তত্ত্ব (Theory, Principle), যা সর্বদা সঠিক হবে।