1 Answers
আরাকান রাজসভার পৃষ্ঠপােষকতায় মধ্যযুগে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছিল তা বাংলা সাহিত্যে ইতিহাসে উল্লেখযােগ্য। আরাকান রাজসভার দুইজন লেখক হলেন : দৌলত কাজী, আলাওল। কবি দৌলত কাজী রচিত গ্রন্থ সতীময়না ও লােরচন্দ্রানী’ এবং কবি আলাওল রচিত উল্লেখযােগ্য গ্রন্থ হলাে : ‘পদ্মাবতী’, ও সপ্তপয়কর।