সাউন্ড স্পিকারে কীভাবে শব্দ তৈরি হয়?
1 Answers
স্পিকারের কালাে পর্দার নিচে একটি অস্থায়ী ও একটি স্থায়ী চুম্বকের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণের ফলাফল হলাে শব্দ সৃষ্টির যন্ত্রকৌশল । অস্থায়ী চুম্বকটি হলাে ভয়েস কয়েল আর স্থায়ী চুম্বকটি হলাে এর গায়ে লাগানাে কালাে গােলাকার চুম্বক, যার মাঝখানের ফাঁকা জায়গায় ভয়েস কয়েলটি লাগানাে থাকে। মূলত চৌম্বক ক্ষেত্রের আকর্ষণবিকর্ষণে পর্দা কাপাকাপির কারণে সামনের বাতাসে কম্পন সৃষ্টি হওয়ার ফলে স্পিকার থেকে শব্দ ভেসে আসে।
Your Answer