রাজা, বাদশা, সম্রাট ও নবাবের মধ্যে পার্থক্য কী?
1 Answers
রাজা, বাদশা, সম্রাট প্রভৃতি শব্দ দ্বারা দেশ বা রাজ্যের শাসক বােঝালেও সাধারণত হিন্দু শাসককে ‘রাজা’, মুসলমান শাসককে ‘বাদশা’ এবং ‘সম্রাট’ শব্দ দ্বারা হিন্দু-মুসলিম উভয় শাসককে বােঝায়। ছােট ভূখণ্ড বা জনপদ নিয়ে রাজার কর্তৃত্ব ছিল।আর বাদশা ও সম্রাটের কর্তৃত্ব ছিল রাজার চাইতে বড় অঞ্চলের।অন্যদিকে নওয়াব বা নবাব (হিন্দি) হলাে মােগল প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতিনিধি (শাসক)। মুর্শিদকুলী খান থেকে সিরাজউদ্দৌলার সময় পর্যন্ত নওয়াবি যুগের প্রচলন ছিল। ক্ষেত্রবিশেষে এটি রাষ্ট্র কর্তৃক সম্মানসূচক উপাধি বা খেতাব হিসেবেও ব্যবহৃত হতাে।
Your Answer