‘খনার বচন’-এর মূলভাব কি?
ক) রাষ্ট্র পরিচালনা নীতি
খ) লৌকিক প্রণয়সঙ্গীত
গ) শুদ্ধ জীবন যাপন রীতি
ঘ) সামাজিক মঙ্গলবােধ
1 Answers
খনা (আসল নাম লীলাবতী) ছিলেন জ্যোতিষশাস্ত্রে পারদর্শী একজন বিদুষী নারী। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতাে বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। খনার বচনগুলােকে চার ভাগে বিভক্ত ছিল- ১. কৃষি কাজের প্রথা ও কুসংস্কার, ২. কৃষি কাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, ৩. আবহাওয়া জ্ঞান, ৪. শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। যার উদ্দেশ্য ছিল সকলের মঙ্গল।
Your Answer