ক্যাপচা (Captcha) কাকে বলে?
1 Answers
তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা হলো ক্যাপচা (CAPTCHA-Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) অনেকে নেটওয়ার্কের নিরাপত্তায় পাসওয়ার্ড বের করতে বিশেষ কম্পিউটার বা রোবট ব্যবহার করে। এটি প্রতিহত করতে পাসওয়ার্ড দেয়ার পরও একটি বিশেষ লেখা পড়ে টাইপ করে দিতে হয়, যা রােবট বুঝতে পারে না। একেই ক্যাপচা বলা হয়।
Your Answer