এশিয়ান হাইওয়ে
এশিয়ান হাইওয়ে যােগাযােগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার এক যুগান্তরকারী কর্মপরিকল্পনা। এশিয়ার ৩২টি দেশকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক। এক লাখ চল্লিশ হাজার কিলােমিটার দীর্ঘ এই নেটওয়ার্কের আওতায় প্রতিটি দেশ পরস্পরের সাথে সড়ক পথে যুক্ত হবে। এশিয়ান। হাইওয়ের উল্লেখযােগ্য দিক হচ্ছে পূর্বদিকে চীন, মঙ্গোলিয়া ও ইন্দোচীনের রাষ্ট্রগুলাে এবং পশ্চিমদিকে তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার। দেশসমূহ; দক্ষিণদিকে পাকিস্তান, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমার; দক্ষিণ পূর্বদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত হবে। বাংলাদেশের এশিয়ান হাইওয়ে সংক্রান্ত তিনটি প্রস্তাব রয়েছে। প্রথমত, ভারত থেকে বেনাপােল-যশাের হয়ে ঢাকার ভেতর বা পাশ দিয়ে সিলেট-তামাবিল রাস্তায় পূর্বভারতে অনুপ্রবেশ সড়ক নির্মাণ। দ্বিতীয়ত, একটি সড়ক ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ হয়ে মিয়ানমারে প্রবেশ। তৃতীয়ত, রুটটি মিয়ানমার থেকে ভারতের তামু দিয়ে প্রবেশ করে ডাউকি-তামাবিল-সিলেটঢাকা হয়ে বাংলাবান্ধা-শিলিগুড়িকে সরাসরি যুক্ত করবে নেপালের কাকরভিটার সাথে । পরবর্তীতে উপরিউক্ত প্রস্তাবগুলােতে আরাে কিছু সংশােধনী আনা হয়। পরিশেষে বলা যায়, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক বাস্তবায়িত হলে এশিয়ায় যােগাযােগ ক্ষেত্রে বিপ্লব আসবে এবং এশিয়া হবে অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তি।