ইংরেজি সাল থেকে বাংলা সন এবং বাংলা সন থেকে ইংরেজি সাল বের করার নিয়ম ?
1 Answers
ইংরেজি সালের ১৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর সময়ের ক্ষেত্রে ৫৯৩ এবং ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল সময়ের ক্ষেত্রে ৫৯৪ বিয়ােগ করলে বাংলা সন পাওয়া যাবে। যেমন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বাংলা সন = (২০২০-৫৯৩) = ১৪২৭ সন। অনুরূপ বাংলা সনের সাথে ৫৯৩ বা ৫৯৪ যােগ করলে ইংরেজি সাল পাওয়া
যাবে। যেমন : (১৪২৭ + ৫৯৩) = ২০২০ সাল।
Your Answer