আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলী

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। পদ্মা সেতু চালু হচ্ছে জুনেই। উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২। তো চলুন পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নেয়া যাক-

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের নাম—
উত্তর : পদ্মা বহুমুখী সেতু।

প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
উত্তর : ৬.১৫ কিলােমিটার।

প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ—
উত্তর : ২২ মিটার।

প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা—
উত্তর : ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।

প্রশ্ন : পদ্মা সেতুর মােট পিলারের সংখ্যা—
উত্তর : ৪২টি।

প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের নিচে ষ্টিলের পাইল বসানাে হয়েছে—
উত্তর : ১২২ মিটার গভীর।

প্রশ্ন : পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানাে ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম—
উত্তর : সর্বোচ্চ ১২২ মিটার।

প্রশ্ন : পদ্মা সেতুর পাইল-সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান—
উত্তর : COWI।

প্রশ্ন : প্রতিটি পিলারের জন্য পাইলিং করা হয়েছে—
উত্তর : ছয়টি (মাটি নরম হওয়ায় ২২টি পিলারের পাইলসংখ্যা সাতটি করে)।

প্রশ্ন : পদ্মা সেতুর পিলারের পাইল বসানাের জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) নিয়ে আসা হয়েছিল যে দেশ থেকে—
উত্তর : জার্মানি (সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলােজুল)।

প্রশ্ন : পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানাে হয়েছে—
উত্তর : ৪১টি।

প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের—
উত্তর : শিংহুয়াংড়াও শহরে।

প্রশ্ন : পদ্মা সেতুতে স্প্যান বসানাের কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন—
উত্তর : তিয়ান-ই (ক্রেনটির ধারণক্ষমতা ৩ হাজার ৬০০ টন আর স্প্যানের ওজন ৩ হাজার ২০০ টন)।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তের (মাওয়া-জাজিরা) সংযােগ সড়কের দৈর্ঘ্য—
উত্তর : ১৪ কিলােমিটার।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন—
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজ শুরু হয়—
উত্তর : ২০১৪ সালের ডিসেম্বরে।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনােহাইড্রো করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
উত্তর : ৮ হাজার ৭০৮ কোটি টাকার (১১০ কোটি মার্কিন ডলার)।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই পাড়ে নদীশাসন করা হয়েছে—
উত্তর : ১২ কিলােমিটার।

প্রশ্ন : বিশ্বের প্রথম সেতু হিসেবে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে—
উত্তর : কংক্রিট ও ষ্টিল দিয়ে।

প্রশ্ন : পদ্মা সেতুর দুই প্রান্তে রয়েছে—
উত্তর : মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা।

প্রশ্ন : পদ্মা সেতুর নকশা তৈরি করেছে আমেরিকান কোম্পানি—
উত্তর : Maunsell Ltd. AECOM NZL Architecture, Engineering, Consulting, Operations and Maintenance (AECOM)

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান—
উত্তর : এম শামীম জেড বসুনিয়া।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক দলে কাজ করছেন কমবেশি—
উত্তর : ১৪টি দেশের প্রকৌশলীরা।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে—
উত্তর : ১১ সদস্যের (কয়েক মাস পরপর বৈঠক করে কমিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে পরামর্শ দেন)।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেলপথ সংযােগের সিদ্ধান্ত নেওয়া হয়—
উত্তর : ১১ জানুয়ারি ২০১১।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন থাকবে—
উত্তর : একটি (এর ওপর দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনের ট্রেন চলাচলেরই ব্যবস্থা থাকবে)।

প্রশ্ন : পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশাের রেল প্রকল্পের অর্থায়ন করছে—
উত্তর : চীন (জি টু জি ভিত্তিতে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড)।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প একনেকে পাস হয়—
উত্তর : ৩ মে ২০১৬।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্পে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা অর্থসহায়তা দিচ্ছে—
উত্তর : চীনের এক্সিম ব্যাংক।

প্রশ্ন : পদ্মা সেতু রেলসংযােগ প্রকল্প তত্ত্বাবধান করছে—
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট।

প্রশ্ন : পদ্মা সেতুসংশ্লিষ্ট ঢাকা থেকে যশাের রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৭২ কিলােমিটার রেল প্রকল্পের উদ্বোধন—
উত্তর : ১৪ অক্টোবর ২০১৮)।

প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন বসানাের জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্ল্যাব বসাতে হবে—
উত্তর : ২ হাজার ৯৫৯টি।

পদ্মা সেতু সম্পর্কিত আরো কিছু তথ্য

প্রশ্ন : পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানাে হয়—
উত্তর : ৩০ সেপ্টেম্বর ২০১৭।

প্রশ্ন : পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানাে হয়—
উত্তর : ১০ ডিসেম্বর ২০২০৷

প্রশ্ন : সর্বশেষ স্প্যানটি স্থাপনের আগে এটির এক পাশে টাঙানাে হয় বাংলাদেশের জাতীয় পতাকা, অন্য পাশে—
উত্তর : চীনের পতাকা।

প্রশ্ন : পদ্মা সেতু তৈরির প্রথম প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়—
উত্তর : ১৯৯৯ সালে।

প্রশ্ন : তল্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন—
উত্তর : ৪ জুলাই ২০০১।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণ করে লাভ কী হবে, তা নিয়ে ২০০৯ সালে আলাদা সমীক্ষা করে—
উত্তর : এডিবি ও জাপানের সহযােগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

প্রশ্ন : ২০০৯ সালে এডিবি ও জাপানের সহযােগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সমীক্ষায় দেখা যায়, পদ্মা সেতুতে বিনিয়ােগের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক রেট অব রিটার্ন (ইআরআর) দাঁড়াবে বছরে—
উত্তর : ১৮-২২ শতাংশ।

প্রশ্ন : ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক—
উত্তর : মাে. শফিকুল ইসলাম।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয়—
উত্তর : ২৮ এপ্রিল ২০১১।

প্রশ্ন : বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করে—
উত্তর : ৩০ জুন ২০১২।

প্রশ্ন : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়—
উত্তর : ৯ জুলাই ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরােধ ফিরিয়ে নেয়—
উত্তর : ৩১ জানুয়ারি ২০১৩।

প্রশ্ন : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয়—
উত্তর : জুন ২০১৩ সালে।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপােরেশনের সঙ্গে চুক্তি হয়—
উত্তর : ১২ হাজার ১৩৩ কোটি টাকার।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে তদারক করছে—
উত্তর : বাংলাদেশ সেনাবাহিনী ও কোরিয়া এক্সপ্রেসওয়ে করপােরেশন (কেইসি)।

প্রশ্ন : পদ্মায় মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক—
উত্তর : দেওয়ান মােহাম্মদ আবদুল কাদের।

প্রশ্ন : পদ্মা সেতু চালু হলে ঢাকার সঙ্গে যােগাযােগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের—
উত্তর : ২১টি জেলার।

প্রশ্ন : পদ্মা সেতু চালু হলে সারা দেশের সরাসরি সংযােগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের—
উত্তর : ২৯ জেলার সঙ্গে।

প্রশ্ন : পদ্মা সেতুর অবস্থান হচ্ছে—
উত্তর : ৩টি জেলায় (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর)।

প্রশ্ন : পদ্মা সেতুর সঙ্গে সংযােগ হবে—
উত্তর : দেশের দক্ষিণ পশ্চিমাংশের সঙ্গে উত্তর-পূর্বাংশের।

প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট অংশ—
উত্তর : ৩.১৮ কিলােমিটার (মূল সেতুর স্থলভাগের অংশকে ভায়াডাক্ট বলে, যেখানে এসে বাস ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশবে)।

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়—
উত্তর : ২০১৬ সালে।

পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত আরো কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলােমিটারের এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয় গত–
উত্তর : ১২ মার্চ ২০২০।

প্রশ্ন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে—
উত্তর : প্রায় ১১ হাজার ৪ কোটি টাকা।

প্রশ্ন : বিশ্বের সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর অবস্থান—
উত্তর : ২৫তম (এশিয়ায় দ্বিতীয়।

প্রশ্ন : বিশ্বে প্রথম হুং জুং বে সেতু, চীন—
উত্তর : ৩৫ কিলােমিটার)।

প্রশ্ন : পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের সক্ষমতা হচ্ছে—
উত্তর : ১০ হাজার টন (এখন পর্যন্ত কোনাে সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানাে হয়নি)।

প্রশ্ন : পদ্মা সেতুর ভূমিকম্পসহনীয় মাত্রা রিখটার স্কেলে—
উত্তর : ৯ মাত্রা পর্যন্ত।

প্রশ্ন : পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার সেতু বিভাগকে ১% সুদে ঋণ দিয়েছে—
উত্তর : ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা (৩৫ বছরের মধ্যে পরিশােধ করবে সেতু বিভাগ)।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে—
উত্তর : ১ দশমিক ২৩ শতাংশ হারে।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে—
উত্তর : ২ দশমিক ৩ শতাংশ।

প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশে দারিদ্র বিমােচনের হার বাড়বে—
উত্তর : ০.৮৪ শতাংশ।

প্রশ্ন : পদ্মা সেতুর ওপর কংক্রিটের স্ল্যাব বসাতে হবে—
উত্তর : ২ হাজার ৯১৭টি।

প্রশ্ন : পদ্মা সেতু দিয়ে গ্যাস পাইপলাইন যাবে—
উত্তর : ৭৬০ মিলিমিটার ব্যাসার্ধের।

প্রশ্ন : পদ্মা সেতু দিয়ে ফাইবার অপটিক ও টেলিফোন কেবলের লাইন বসানাে হবে—
উত্তর : ১৫০ মিলিমিটার ব্যাসার্ধের।

প্রশ্ন : প্রকল্পের কাজে ব্যবহৃত ষ্টিলের সব কাঠামাে—
উত্তর : চীন থেকে এসেছে।

প্রশ্ন : পদ্মা সেতুর রেলের গার্ডার (স্ক্রিনজার) এসেছে—
উত্তর : লুক্সেমবার্গ থেকে।

প্রশ্ন : পদ্মা সেতুর মূল কাঠামাের রং হবে—
উত্তর : ধূসর।

প্রশ্ন : পদ্মা সেতু দেখতে অনেকটা ইংরেজি বর্ণ—
উত্তর : এস-এর মতাে।

প্রশ্ন : সর্বশেষ প্রাক্কলিত ব্যয়—
উত্তর : ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button