আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

পদক, পুরস্কার, সম্মাননা ২০২২

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ এবং ১৪২৬

১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিক্ষেত্রে উল্লেখযােগ্য ও অনুকরণীয় অবদান রাখার কারণে ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ অক্টোবর ২০২২ বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জপদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা ১ লাখ টাকা, রৌপ্যপ্রাপ্তরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জপ্রাপ্তরা ২৫ হাজার টাকার সঙ্গে সনদ ও পদক পেয়েছেন। প্রসঙ্গত, কৃষকদের উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করেন। পরে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল আইন, ২০০৯’ এবং এটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬’ প্রণয়ন করা হয়।

জার্মানির মর্যাদাপূর্ণ কার্ল কুবল পুরস্কার পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

জার্মানির কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ৩০ সেপ্টেম্বর ২০২২ ড. মুহাম্মদ ইউনূসকে কার্ল কুবল পুরস্কারে ভূষিত করেছে। অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও তাদের পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করার কারণে ফাউন্ডেশনটি তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।

বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২

বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২-এর জন্য ১০ অক্টোবর ২০২২ মনােনীত হয়েছেন মার্কিন লেখক ও বাংলা সাহিত্যের অনুবাদক ক্যারােলিন রাইট এবং কানাডাপ্রবাসী সাহিত্যিক জসিম মল্লিক। সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্বিবার্ষিক এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। বাংলা একাডেমি আয়ােজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় বর্ষসেরা সংগীত আয়ােজক বাংলাদেশি সিয়া

অস্ট্রেলিয়ায় গানের জন্য প্রতিবছর দেওয়া হয় ‘দ্য আর্ট মিউজিক অ্যাওয়ার্ড’। পুরস্কারের ‘ইলেকট্রোঅ্যাকুস্টিক’বিভাগে ২০১২ সালে বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশােদ্ভূত সংগীত আয়ােজক সিয়া আহমেদ।

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা। অতি প্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন। মুনস অব মালি আলমেডা’র জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। শেহান করুনাতিলকার উপন্যাসটি শ্রীলঙ্কায় ১৯৯০ সালের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মৃত এক আলােকচিত্রী। ব্রিটেনের কুইন অব কনসর্ট ক্যামিলা লন্ডনে এক অনুষ্ঠানে শেহানের হাতে পুরস্কার তুলে দেন। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার পুরস্কার। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনােনীত অন্য পাঁচ লেখককেও দেওয়া হয় আড়াই হাজার পাউন্ড করে।

জার্মানির সাবেক চ্যান্সেলরের জাতিসংঘ শরণার্থী পুরস্কার লাভ

জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ৪ অক্টোবর ২০২২ জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মর্যাদাপুর্ণ ননসেন পবস্কার লাভ করেছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে আশ্রয়প্রার্থীদের সুরক্ষার জন্য এ পুরস্কার পেয়েছেন। প্রসঙ্গত, ১৯৫৪ সালে নানসেন পুরস্কার চালু করে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

শাখারভ পুরস্কার পেলেন ইউক্রেনের জনগণ

গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে চলছে রাশিয়াইউক্রেন যুদ্ধ। প্রায় ৮ মাস হতে চলা এ যুদ্ধে ইউক্রেনের জনগণকে নানাভাবে করতে হচ্ছে লড়াই। জনগণের সেই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে দেশটির জনগণকে শাখারভ পুরস্কারে ভূষিত করেছে ইউরােপীয় পার্লামেন্ট। পুরস্কারের ৫০ হাজার ইউরাে ইউক্রেনের সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য ব্যক্তি ও সংস্থাকে শাখারভ পুরস্কার দেওয়া হয়। সােভিয়েত ইউনিয়নের ভিন্ন মতাবলম্বী আন্দ্রেই শাখারভের নামে চিন্তার স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৮৮ সাল থেকে।

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস-২০২২পেলেন বুয়েটের জারীন তাসনীম শরীফ

‘ওয়েস্ট ইন দ্য সিটি : অ্যাগ্লোমেরেটিং লােকাল ইকোনমি অব মাতুয়াইল ল্যান্ডফিল’ শিরােনামে স্নাতক থিসিসের জন্য আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক জুনিয়র নােবেল প্রাইসখ্যাত ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০২২’ জিতেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারীন। ৭৩ দেশের ২ হাজার ৮১২টি থিসিসের মধ্যে আর্কিটেকচার ও ডিজাইন বিভাগে সেরা হয়েছেন জারীন তাসনীম শরীফ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button