নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও নভেম্বর মাসের সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ
০১ নভেম্বর | দস্যুমুক্ত সুন্দরবন দিবস। |
০১ নভেম্বর | জাতীয় যুব দিবস। প্রতিপাদ্য—দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। |
০২ নভেম্বর | সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস। |
০২ নভেম্বর | জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণােত্তর চক্ষুদান দিবস। প্রতিপাদ্য— রক্তে রক্তে বন্ধন হােক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা নতুন করে কেউ। |
০৩ নভেম্বর | জেলহত্যা দিবস। |
০৪ নভেম্বর | সংবিধান দিবস। |
০৫ নভেম্বর | বিশ্ব সুনামি সচেতনতা দিবস। |
০৬ নভেম্বর | জাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার)। প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। |
০৬ নভেম্বর | যুদ্ধ এবং সশস্ত্র সংঘাতে পরিবেশের ক্ষতি দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস। |
০৭ নভেম্বর | রুশ বিপ্লব দিবস। |
০৮ নভেম্বর | বিশ্ব নগর পরিকল্পনা দিবস। প্রতিপাদ্য– জলবায়ুর স্বাভাবিকতা আনয়নে শহরকে উপযােগী করে তােলা। |
০৮ নভেম্বর | বিশ্ব রেডিওগ্রাফি দিবস। |
০৮ নভেম্বর | গণপ্রকৌশল দিবস। প্রতিপাদ্য- সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা। |
১০ নভেম্বর | শহীদ নূর হােসেন দিবস। |
১০ নভেম্বর | আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। |
১০ নভেম্বর | শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস। |
নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবসসমূহ
১২ নভেম্বর | বিশ্ব নিউমােনিয়া দিবস। প্রতিপাদ্য— সচেতনতাই পারে নিউমােনিয়া প্রতিরােধ করতে। |
১৪ নভেম্বর | বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিপাদ্য— ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়। |
১৬ নভেম্বর | আন্তর্জাতিক সহনশীলতা দিবস। |
১৭ নভেম্বর | বিশ্ব অপরিণত নবজাতক দিবস। |
১৭ নভেম্বর | বিশ্ব খিচুনি দিবস। |
১৭ নভেম্বর | আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। প্রতিপাদ্য– মানুষ, উদ্ভিদ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শিক্ষা। |
১৭ নভেম্বর | বিশ্ব সিওপিডি দিবস। প্রতিপাদ্য— সুস্থ ফুসফুস সর্বাধিক গুরুত্বের এখনই সময়। |
১৮ নভেম্বর | বিশ্ব দর্শন দিবস (নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার)। |
১৯ নভেম্বর | বিশ্ব টয়লেট দিবস। প্রতিপাদ্য— শৌচাগারে মূল্যায়ন। |
১৯ নভেম্বর | আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতিপাদ্য- নারী-পুরুষের আরও ভালাে সম্পর্ক। |
২০ নভেম্বর | বিশ্ব পাইলস ও কলােরেকটাল ক্যান্সার দিবস। |
২০ নভেম্বর | বিশ্ব শিশু দিবস। প্রতিপাদ্য—’A better future for every child’ |
২০ নভেম্বর | আফ্রিকা শিল্পায়ন দিবস। |
২১ নভেম্বর | বিশ্ব টেলিভিশন দিবস। |
২১ নভেম্বর | সশস্ত্র বাহিনী দিবস। |
২৫ নভেম্বর | আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ দিবস। |
২৯ নভেম্বর | ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা দিবস। |
৩০ নভেম্বর | জাতীয় আয়কর দিবস। |
সচেতনতা মাস
জাতীয় স্যানিটেশন মাস। স্লোগান – নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি।
সপ্তাহ
৩০ অক্টোবর-৫ নভেম্বর : জাতীয় কৃষি নিয়ন্ত্রণ সপ্তাহ।
৪-৬ নভেম্বর : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। প্রতিপাদ্য— মুজিববর্ষে শপথ করি , দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি।
৯-১৫ নভেম্বর : বিজ্ঞান ও শান্তির আন্তর্জাতিক সপ্তাহ।
১৮-২৪ নভেম্বর : বিশ্ব এন্টিবায়ােটিক জনসচেতনতা সপ্তাহ।।
সন্মেলন-বৈঠক
বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়ােগ সম্মেলন।
সময়কাল : ২৬ অক্টোবর-১ নভেম্বর ২০২১ ।
স্থান : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকা।
Eurasian Women’s Forum
আয়ােজন : তৃতীয়
স্থান : সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
সময়কাল : ১৩-১৫ , ৪ অক্টোবর ২০২১
প্যারিস পিস ফোরাম
সময়কাল : ১১-১৩ নভেম্বর ২০২১।
স্থান : প্যারিস, ফ্রান্স।
ইন্টারপােল জেনারেল অ্যাসেম্বলি
আয়ােজন : ৮৯তম।
সময়কাল : ২৩-২৫ নভেম্বর ২০২১
স্থান : ইস্তানবুল, তুরস্ক।