টুকরো সংবাদ

দ্য ফ্রি প্রেস অ্যাওয়ার্ড ২০২১

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক Free Press Unlimited গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনভাবে তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ ও সাংবাদিকদের স্বীকৃতি হিসেবে দ্য ফ্রি প্রেস অ্যাওয়ার্ড (The Free Press Award) প্রদান করে। দুটি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মনােনীত করা হয়।

ক্যাটাগরি হলাে- সাহসী সাংবাদিক (Most Resilient Journalist) ও নবাগত ক্যাটাগরি (Newcomer of the Year)। সাহসী সাংবাদিক ক্যাটাগরিতে বিজয়ীকে দেওয়া হয় ৭,৫০০ ইউরাে। সেরা নবাগত সাংবাদিক ক্যাটাগরিতে বিজয়ী পান ১,৫০০ ইউরাে।

এই বিভাগ থেকে আরো পড়ুন

২০২১ সালের সাহসী সাংবাদিক হিসেবে পুরস্কারের জন্য মনােনীত হন বাংলাদেশের প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক রােজিনা ইসলাম। তার সঙ্গে এ ক্যাটাগরিতে মনােনীত হন আরও দুজন। তারা হলেন- মরক্কোর ওমর রাদি ও বেলারুশের রামান ভাসিউকভিচ।

এ বছরের সেরা নবাগত সাংবাদিক ক্যাটাগরিতে মনােনীত হন ভারতের ভাট বুরহান, মিয়ানমারের আয়ে মিনত থানত ও অ্যাঙ্গোলার ইসরায়েল গ্রাসা ক্যাম্পােস।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button