তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বিসিএস পরীক্ষায় আসা কিছু প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বিসিএস পরীক্ষায় আসা কিছু প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। BCS পরীক্ষার Preparation এর জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ । তাই প্রশ্ন ও উত্তর গুলো যত্নসহকারে পড়ে নিন।

প্রশ্ন : ফ্যাক্স কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তর : ফ্যাক্স একটি ইলেকট্রনিক যন্ত্র যা দ্বারা লিখিত বক্তব্য একস্থান হতে অন্যস্থানে পৌঁছানো যায়।

প্রশ্ন : একটি কম্পিউটারে কীভাবে স্মৃতি ধারণ করা হয়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তর : মেমরির মাধ্যমে স্মৃতি ধারণ করা হয়।

প্রশ্ন : লেজার (LASER) কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তর : LASER এর পূর্ণরূপ হলো- Light Amplification by Stimulation Emission of Radiation. এটি হলো- একক রঙ্গের ও তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো।

প্রশ্ন : অপটিকাল ফাইবার কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তর : খুব সরু ও নমনীয় স্বচ্ছ কাচতন্তু।

প্রশ্ন : ECG এর পূর্ণরূপ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তর : Electro Cardiography

প্রশ্ন : জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে? [২০ তম বিসিএস লিখিত]
উত্তর : জীবের উদ্ভাবন প্রযুক্তিকে।

প্রশ্ন : কম্পিউটার ভাইরাস কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তর : এক ধরনের প্রগ্রাম।

প্রশ্ন : বায়োগ্যাস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তর : প্রাণীর মলমূত্র ও উদ্ভিদের আবর্জনা দিয়ে ফরম্যান্টেশন ক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়।

প্রশ্ন : ইলেকট্রনিক মস্তিষ্ক কাকে বলে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তর : কম্পিউটার।

প্রশ্ন : ইলেকট্রনিক চক্ষু কাকে বলে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তর : রাডারকে।

প্রশ্ন : বাইনারি ও দশমিক গণনা পদ্ধতির মধ্যে তফাৎ কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তর : বাইনারি গণনায় দুটি সংখ্যা (০,১) ব্যবহৃত হয়। দশমিক গণনায় দশটি সংখ্যা ব্যবহৃত হয়।

প্রশ্ন : RADAR এর পূর্ণরূপ কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তর : Radio Detection And Ranging. এটি কোন কিছুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয়ের করতে পারে।

প্রশ্ন : ডিজিটাল টেলিফোনের সুবিধা কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তর : এতে শব্দ স্পষ্ট হয় ও বিকৃতি ঘটে না এবং কম্পিউটার ব্যবস্থার সাথে সহজেই সংযোগ করা যায়।

প্রশ্ন : হলোগ্রাম কী ? [১১ তম বিসিএস লিখিত]
উত্তর : হলোগ্রাফী হলো লেন্সের ব্যবহার ব্যতিরেকে আলোকচিত্র তৈরির একটি পদ্ধতি। এ পদ্ধতিতে গৃহীত আলোক প্রতিবিম্বকে বলা হয় হলোগ্রাম।

প্রশ্ন : ফটোকপি যন্ত্রের ড্রাম কী কাজ করে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তর : কাগজে কালি লাগানোর কাজ করে।

প্রশ্ন : কম্পিউটারে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তর : সফটওয়্যারকে হাত দিয়ে স্পর্শ করা যায় না কিন্তু হার্ডওয়্যারকে করা যায়।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button