এইচএসসিএসএসসিভাবসম্প্রসারণ

জীবনের কাছ থেকে পালানাে সহজ তার সঙ্গে লড়ে জয়ী হওয়াই কঠিন

জীবনের কাছ থেকে পালানাে সহজ তার সঙ্গে লড়ে জয়ী হওয়াই কঠিন

লিটলস্টয় বলেছেন, “Life is nothing but struggle for to do.” সগ্রামই জীবন। আর বেঁচে থাকার নাম সগ্রাম। এই সংগ্রামমুখর জীবন থেকে পলায়নের নামই জীবন থেকে সরে যাওয়া। অর্থাৎ ব্যর্থতার বােঝা নিয়ে জড়বৎ হয়ে মৃত্যুর জন্য প্রহর গােনা। এতে জীবনের কোনাে সার্থকতা নেই। এতে মানবজীবনের মর্যাদা ক্ষুন্ন হয়। জন্মলাভের সঙ্গে সঙ্গে মানুষের জীবন শুরু হয়ে যায়। মানুষ। আস্তে আস্তে বড় হয়। তারপর এক সময় তাকে জীবনের দায়িত্ব গ্রহণ করতে হয়। কিন্তু জীবনের পথ সংগ্রামমুখর, কুসুমাস্তীর্ণ নয়। জীবনের চারদিকেই থাকে প্রতিকূলতা আর প্রতিকূলতা। জীবনে চলার পথে থাকে বাধা আর বিপত্তি। এই বাধা অতিক্রম করেই জীবনে সাফল্যের মুখ দেখতে হয়। জীবন সংগ্রামে ব্যর্থ হয়ে জীবন থেকে পালিয়ে যাওয়ার মধ্যে জীবনের কোনাে সার্থকতা নেই। এ পলায়ন জীবনে পরাজয় আনে। এ কথা ঠিক যে, জীবন সব সময় সুখের নয়। দুঃখের ব্যথাদীর্ণ রূপ দেখতে দেখতে মানুষ এক সময় ক্লান্ত হয়ে পড়ে। তার মধ্যে বিপুল হতাশার জন্ম হয়। হতাশায় জর্জরিত হয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে। অনেক মানুষকে দেখা যায়, সংসারের জ্বালা-যন্ত্রণা সইতে না পেরে সে ফকির-সন্ন্যাসীর জীবন অবলম্বন করে। অর্থাৎ সে রূঢ় জীবন থেকে পালাতে চায়। কিন্তু এটি সমীচীন নয়। দুঃখ-যন্ত্রণা সইতে হবে, হতাশাকে অতিক্রম করতে হবে। জীবনে লড়ে যেতে হবে। এটি কঠিন হলেও এর মাধ্যমেই জীবনে সাফল্য আসে।

এই বিভাগের আরো ভাবসম্প্রসারণ :

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button