আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা প্রথম পত্র

চাকুরী পরীক্ষায় আসার মতো কিছু বাংলা শব্দার্থ

যেকোনো চাকুরী পরীক্ষার প্রস্তুতিতে বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া হলো।

* বিভোল = অচেতন , বিভোর , বিবশ , বিহবল ।

* বিজন = জনশূন্য , নির্জন , নিভৃত ।

* কুজন = কলরব , চিৎকার চেঁচামেচি ।

* ঝুম পাহাড় = নীরব পাহাড় , নির্জন পাহাড় ।

* হিম = তুষার , বরফ ।

• শুক = টিয়ে পাখি ।

• থল = স্থল ।

* ঝাঁঝি = এক প্রকার জলজ গুল্ম , বহুদিন ধরে জমা শেওলা ।

* মখমল = কোমল ও মিহি কাপড় ।

* আংরাখা = লম্বা ও ঢিলা পোশাক বিশেষ ।

* ফটিক জল = চাতক পাখি।এই পাখি ডাকলে ‘ ফটিক জল’শব্দের মতো শোনা যায় ।

* বিলাই = বিতরণ করি , পরিবেশন করি ।

* তান = সুর ।

* তরল শ্লোক = লঘু বা হালকা চালের কবিতা ।

* চকোর = পাখি বিশেষ ।

* চন্দ্ৰমা = চাঁদের আলো ।

* উপল – ঘায় = পাথরের আঘাত।

* আজগুবি = অদ্ভুত , অপূর্ব , অবিশ্বাস্য , বানানো।

* গাত্রে = গায়ে , শরীরে ।

* ভূঁয়ে = ভূমিতে , মাটিতে ।

* অঘোর = অচেতন , বেহুশ ।

* হপ্তা = সপ্তাহ ।

* মৌয়া = মহুয়া গাছ , ব্লটিং = চোষ কাগজ ।

* উল্লাস = পরম আনন্দ , হৃষ্টতা ।

* সৃষ্টি – সুখের উল্লাসে = আনন্দ সৃষ্টি করতে পারার পরম আনন্দ ।

* পল্বল = বিল , ক্ষুদ্র জলাশয় ।

* রুদ্ধ প্রাণের পল্বলে – প্রাণে বন্ধ জলাশয়ে বা প্রাণ রূপ জলাশয়ে।

* কল্লোল = জলস্রোতের কলকল শব্দ , মহা তরঙ্গ বা ঢেউ ।

* হুতাশ = অগ্নি , হুতাসন ।

* শ্বসল = নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করা ।

* চক্র = চাকা ।

* পিনাক = হিন্দু পুরাণমতে দেবতা শিবের ধনু ।

* পিনাকপাণি = পিনাক পাণিতে যার ।

* শিব শূল = ধারালো অগ্রভাগবিশিষ্ট লৌহ দণ্ড ।

* ভেংচি = উপহাসসূচক বিকৃত মুখভঙ্গি ।

* বাহাত্তরি কথা = বাহাত্তর বছর বয়স্ক শক্তিহীন অকেজো বৃদ্দের সংলাপ , বাজে কথা ।

* সাকরেদ = শাগরেদ , চেলা , সহকারী ।

* নাফরমান = অবাধ্য , আদেশ অমান্যকারী ।

* কাফের = সত্য প্রত্যাখ্যানকারী , ইসলাম – বিরোধী লোক ।

* প্রবৃত্তি = অভ্যাস , অভিরুচি ।

* নৃ – তাত্বিক = জাতি গোষ্ঠী সম্পর্কিত ।

* আর্য নরগোষ্ঠী = প্রাচীন ইরাক – ইরান অঞ্চল থেকে আগত জনগোষ্ঠী।

* সুফিবাদ = মুসলিম ধর্মীয় মতবাদ ।

* যা নেই ভারতে তা নেই ভারতে = যা মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও নেই -এমন বোঝানো হয়েছে ।

* লঙ্কা দ্বীপ = সিংহল দ্বীপ , বর্তমান নাম শ্রীলঙ্কা ।

* তদ্ভব শব্দ = তা থেকে উৎপন্ন , প্রাকৃত বাংলা শব্দ ।

* বিকলাঙ্গ = অঙ্গহীন , ত্রুটিযুক্ত ।

* ব্যজ = নির্দেশক চিহ্ন ।

* জল্পনা – কল্পনা = আলাপ- আলোচনা , সমালোচনা ।

* আক্রোশ = ক্রোধ , রোষ ।

* গুজব – রটনা , জনরব ছড়ানো ।

* অদ্ভুত = চমৎকার , অসাধারণ ।

* মহানন্দ = গভীর আনন্দ , অনেক আনন্দ ।

* আবেশ = ভাবাবেগ , অনুরাগ ।

* চাতাল = উঠান , শান বাঁধানো বসার জায়গা ।

* তক্ষক = এক ধরনের অত্যন্ত বিষধর সাপ ।

* অমিয়া = অমৃত ।

* সিনান = স্নান ।

* করমে লেখি = কর্মের লেখা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button