এইচএসসিএসএসসিভাবসম্প্রসারণ

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে

ক্ষুদ্রের মাঝে বৃহত্তের প্রকাশ। আজকের ছােট্ট চারাগাছটি আগামী দিনের শক্তিময় বৃক্ষ। এখন যেটি পরিচর্যার প্রয়ােজনীয়তায় দুর্বল অবস্থায় রয়েছে, আগামীতে এটিই বৃহত্তর ও শক্তিশালী বৃক্ষরূপে ফুল ও ফল প্রদান করবে। প্রকৃতির এমনি নিয়মে আজকের শিশু আগামী দিনের কর্ণধার, আগামীর রূপকার। পৃথিবীর সমস্ত শিশুই জন্মের সাথে নিয়ে আসে এ মহতী ও শক্তিমান রূপ। আর তাই এদের দিতে হয় ভালােভাবে বেড়ে ওঠার সুযােগ্য পরিবেশ। কেননা আজকের শিশুরা একদিন বড় হয়ে জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। তাই বর্তমান শিশুর জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং সে গুরুত্বের কথা চিন্তা করে শিশুদের যথাযােগ্য পরিচর্যা করতে হবে। শিল্প পিতারা আজকে যে দায়িত্বের ভার বহন করছেন একদিন শিশুরা বড় হয়ে সে পর্যায়ে উপনীত হবে। তাই শিশুর পিতার বৈশিষ্ট্য এখনকার শিশুদের মধ্যে নিহিত আছে। তার মধ্যে যেন তার পিতা ঘুমিয়ে আছে। শিশু জীবনের এই বৈশিষ্ট্য বিবেচনা করলে তার গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়। একদিন শিশুটি বড় হয়ে যখন জীবনের গুরুদায়িত্ব বহন করবে তখন যাতে সে তা সুষ্ঠুভাবে পালন করতে পারে সে ব্যাপারে তাকে তৈরি করতে হবে। তার এমন পরিচর্যা করা বাঞ্ছনীয় যাতে সে যথার্থ যােগ্য হয়ে উঠতে পারে- তার পিতার মতাে দায়িত্ব বহনের ক্ষমতা জন্মায়। শিশু জীবনের এই গুরুত্ব অবশ্যই স্বীকার করে তার জীবন গঠনে তৎপর হতে হবে।

এই বিভাগের আরো ভাবসম্প্রসারণ :

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button