আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
বাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে নিচে আলোচনা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই নন, জাতি গঠনের কুশলী কারিগরও ছিলেন। সেই মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাষণ্ড ঘাতকেরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। আগস্ট মাসে বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে আমাদের এ আয়োজন।

ইংরেজি  বাংলা হিজরি বার
জন্ম ১৭ মার্চ ১৯২০ ৪ চৈত্র ১৩২৬ ২৫ জমাদিউস সানী ১৩৩৮  বুধবার
 মৃত্যু ১৫ আগস্ট ১৯৭৫ ২৯ শ্রাবণ ১৩৮২ ৭ শাবান ১৩৯৫ শুক্রবার

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : টুঙ্গিপাড়া, গােপালগঞ্জ।

প্রশ্ন : জাতীয় শিশু দিবস কবে?
উত্তর : ১৭ মার্চ।

প্রশ্ন : জাতীয় শােক দিবস কবে?
উত্তর : ১৫ আগস্ট।

শিক্ষা জীবনে বঙ্গবন্ধু

প্রশ্ন : কোন বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের সূচনা হয়?
উত্তর : এম. ই. স্কুল; গিমাডাঙ্গা, গােপালগঞ্জ।

প্রশ্ন : ইসলামিয়া কলেজে ভর্তি হন কবে?
উত্তর : ১৯৪২ সালে (কলকাতা, ভারত)।

প্রশ্ন : ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন কবে?
উত্তর : ১৯৪৭ সালে।

প্রশ্ন : ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?
উত্তর : বেকার হােস্টেলের ২৪ নম্বর কক্ষে।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন কবে?
উত্তর : ১৯৪৭ সালে (রােল-১৬৬, এসএম হল)।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কবে?
উত্তর : ২৬ মার্চ ১৯৪৯।

প্রশ্ন : বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ কবে থেকে কার্যকর হয়?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৪৯।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় কবে?
উত্তর : ১৪ আগস্ট ২০১০।

বঙ্গবন্ধুর গ্রেপ্তার ও কারাজীবন

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম কারাবরণ করেন?
উত্তর : ১৯৩৮ সালে।

প্রশ্ন : পাকিস্তান শাসনামলে রাজনৈতিক কারণে প্রথম গ্রেপ্তার হন কবে?
উত্তর : ১ মার্চ ১৯৪৮; ভাষা আন্দোলনের জন্য।

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি ১৯৫২ বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দি ছিলেন?
উত্তর : ফরিদপুর কারাগারে।

প্রশ্ন : বঙ্গবন্ধু কতদিন কারাগারে ছিলেন?
উত্তর : ৪,৬৮২ দিন [সূত্র : তােফায়েল আহমেদ, ১৬ মার্চ ২০১৯]

প্রশ্ন : বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর : ৩০৫৩ দিন।

প্রশ্ন : ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?
উত্তর : Operation Big Bird

প্রশ্ন : গ্রেপ্তার করে সামরিক জিপে তুলে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তর : ঢাকা ক্যান্টনমেন্টে। পরে বিমান যােগে করাচি নেয়া হয়।

প্রশ্ন : বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে রাখা হয়?
উত্তর : লায়ালপুর কারাগার (কেন্দ্রীয় কারাগার, ফয়সালাবাদ)।

প্রশ্ন : প্রহসনমূলক বিচারের রায়ে রাষ্ট্রদ্রোহীতার অভিযােগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় কবে?
উত্তর : ৪ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : বিচারের পর লায়ালপুর কারাগার থেকে কোন কারাগারে স্থানান্তরিত করা হয়?
উত্তর: মিয়ানওয়ালি কারাগার, পাঞ্জাব।

প্রশ্ন : আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় কবে?
উত্তর : ৮ জানুয়ারি ১৯৭২।

রাজনীতিতে বঙ্গবন্ধু

প্রশ্ন : বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরােধী দল (COP) গঠিত হয় কবে?
উত্তর : ২৬ জুলাই ১৯৬৪।

প্রশ্ন : তিনি কবে এবং কোথায় ‘ছয় দফা’ ঘােষণা করেন?
উত্তর : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬; লাহােরে।

প্রশ্ন : বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ শিরােনামে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উত্তর : ৩ জানুয়ারি ১৯৬৮ (আসামি ৩৫ জন)।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হয় কবে?
উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : তাকে বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ (উপাধি দেন তােফায়েল আহমেদ)।

প্রশ্ন : তিনি কবে বাংলাদেশ নামকরণ করেন?
উত্তর :৫ ডিসেম্বর ১৯৬৯।

প্রশ্ন : কবে জাতির জনক উপাধি দেয়া হয়?
উত্তর : ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

প্রশ্ন : তিনি কবে ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর : ৭ মার্চ ১৯৭১ (সােহরাওয়ার্দী উদ্যানে)।

প্রশ্ন : ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতাে?
উত্তর : বজ্রকণ্ঠ।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্বাধীনতার ঘােষণা দেন কবে?
উত্তর : ২৬ মার্চ ১৯৭১।

প্রশ্ন : বঙ্গবন্ধুর অনুরােধে কবে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে?
উত্তর : ১২ মার্চ ১৯৭২।

প্রশ্ন : বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন?
উত্তর : ২৫ জানুয়ারি ১৯৭৫।

প্রশ্ন : বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’ গঠন করেন কবে?
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।

আওয়ামী লীগের বিভিন্ন পদে বঙ্গবন্ধু
যুগ্ম সাধারণ সম্পাদক ২৩ জুন ১৯৪৯-১৪ নভেম্বর ১৯৫৩
সাধারণ সম্পাদক ১৪ নভেম্বর ১৯৫৩-৬ মার্চ ১৯৬৬
সভাপতি ১৮ মার্চ ১৯৬৬-১৮ জানুয়ারি ১৯৭৪

বিশাঙ্গনে বঙ্গবন্ধু

প্রশ্ন : ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?
উত্তর : ২টি। প্রথমে যুক্তরাজ্য ও পরে ভারত।

প্রশ্ন : যুক্তরাজ্যে কার সঙ্গে বঙ্গবন্ধু সাক্ষাৎ করেন?
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ।

প্রশ্ন : যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পথে কোথায় যাত্রাবিরতি করেন?
উত্তর : নয়াদিল্লি, ভারত (১০ জানুয়ারি ১৯৭২)।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন কবে, কোন দেশ?
উত্তর : ১৯৫২ সালে, চীন।

প্রশ্ন : প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
উত্তর : ভারত; ৬-৮ ফেব্রুয়ারি ১৯৭২।

প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদে = বাংলায় ভাষণ দেন কবে?
উত্তর : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ (২৯তম অধিবেশনে)।

প্রশ্ন : তিনি কোন কোন শীর্ষ সম্মেলনে যােগদান করেন?
উত্তর : দ্বিতীয় কমনওয়েলথ সম্মেলন, ১৯৭৩ (কানাডা); চতুর্থ NAM সম্মেলন, ১৯৭৩ (আলজেরিয়া); দ্বিতীয় OIC সম্মেলন, ১৯৭৪ (পাকিস্তান) এবং তৃতীয় কমনওয়েলথ সম্মেলন, ১৯৭৫ (জ্যামাইকা)।।

প্রশ্ন :সর্বশেষ কোন দেশ সফর করেন?
উত্তর : জ্যামাইকা; ১৯৭৫।

বঙ্গবন্ধু হত্যার বিচার

প্রশ্ন : বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধে কে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন?
উত্তর : খন্দকার মােশতাক আহমেদ; ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ [৫০নং অর্ডিন্যান্স]

প্রশ্ন : জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস হয় কবে?
উত্তর :১২ নভেম্বর ১৯৯৬।

প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার কবে, কোন থানায় দায়ের করা হয়?
উত্তর : ২ অক্টোবর ১৯৯৬; ঢাকা জেলার ধানমন্ডি থানায়।

প্রশ্ন :বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার দায়ের করেন কে?
উত্তর : এ এফ এম মােহিতুল ইসলাম।

প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যার বিচারের লক্ষ্যে এজলাস গঠন করা হয় কবে?
উত্তর : ১ মার্চ ১৯৯৭।

প্রশ্ন : ঢাকা জেলা ও দায়রা জজঃ কাজী গোলাম বল কবে, কখন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘােষণা করেন?
উওর : ৮ নভেম্বর ১৯৯৮; ১৫ জন।

প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘােষণা করা হয় কবে?
উত্তর : ১৯ নভেম্বর ২০০৯।
প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কবে?
উত্তর : ২৮ জানুয়ারি ২০১০।

সংবিধানে বঙ্গবন্ধু

প্রশ্ন : তিনি কবে সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর : ১৪ ডিসেম্বর ১৯৭২।

প্রশ্ন : সংবিধানের কোন সংশােধনীতে স্বাধীনতার ঘােষণা, জাতির পিতা সম্পর্কে বিধান ও ৭ মার্চ-এর ভাষণ অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর : পঞ্চদশ সংশােধনীতে।

প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়েছে?
উত্তর :৪ অনুচ্ছেদ (এছাড়া সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলেও উল্লেখ করা হয়েছে)।

প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক?
উত্তর : ৪ অনুচ্ছেদ।

প্রশ্ন : ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর : পঞ্চম তফসিল।

প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘােষণা সংবিধানের কোন তফসিলে অর্ভুক্ত করা হয়েছে?
উত্তর : ষষ্ঠ তফসিল।

রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধু

প্রশ্ন : পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন কবে?
উত্তর : ৫ জুন ১৯৫৫।
প্রশ্ন : যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন :প্রথম কার মন্ত্রিসভার মন্ত্রী হন?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক-এর।
প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
প্রাদেশিক মন্ত্রিসভায়

  • কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী : মে ১৯৫৪ 
  • শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন মন্ত্রী : সেপ্টেম্বর ১৯৫৬-মে ১৯৫৭।

বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

  • প্রথম প্রেসিডেন্ট : ১০ এপ্রিল ১৯৭১-১২ জানু, ১৯৭২
  • পঞ্চম প্রেসিডেন্ট : ২৫ জানু-১৫ আগস্ট ১৯৭৫
  • দ্বিতীয় প্রধানমন্ত্রী : ১২ জানু ১৯৭২-২৫ জানু, ১৯৭৫।
সদস্য  আসন  নির্বাচনের সময়কাল নির্বাচনের ধরন
Member of the Legislative Assembly (MLA)  গােপালগঞ্জ  ৭-১২ মার্চ ১৯৫৪ পূর্ববঙ্গ প্রাদেশিক আইনসভা নির্বাচন
Member of the National Assembly (MNA) ঢাকা-৮ ৭ ডিসে, ১৯৭০ ও ১৭ জানু ১৯৭১  জাতীয় পরিষদ নির্বাচন
Member of Parliament (MP) ঢাকা ১২ ৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন

 

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button