শিক্ষা

গুরুত্বপূর্ণ পৌরাণিক অনুসঙ্গ/চরিত্র

গুরুত্বপূর্ণ পৌরাণিক অনুসঙ্গ/চরিত্র

  • পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পাঁচ জনকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়।
  • অনসূয়া : মহর্ষি অত্রির স্ত্রী। তার কোন অসূয়া ছিলনা তাই নাম অনসূয়া।
  • অপ্সরা : অপ (জল) থেকে উৎপন্ন বলে এদের নাম অপ্সরা। স্বর্গের নর্তকী।
  • অমরাবতী : ইন্দ্রের আলয় ও রাজধানী।
  • অযােধ্যা : সরযূ নদীর তীরে অবস্থিত উত্তর কোশল রাজ্যের রাজধানী এবং দিলীপ, রঘু, রাম এবং সূর্য বংশীয় রাজাদের জন্মভূমি।
  • অলকা : গন্ধর্বদের রাজধানী। অলকা নদীর তীরে কুবেরেরও রাজধানী।
  • অহল্যা : ব্রহ্মার মানসী কন্যা ও শতানন্দের জননী ।
  • ইন্দ্র : ঋগবেদের প্রধান দেবতা। বেদে দেবতার মধ্যে ইন্দ্রের স্থান প্রথম।
  • ইন্দ্রজিৎ : রাবণের দ্বিতীয় পুত্র। মন্দোদরীর গর্ভে রাবণের ঔরসে ইন্দ্রজিতের জন্ম। দেবতা ইন্দ্রকে জয় করেছিল বলে তার নাম ইন্দ্রজিৎ। তার অন্য নাম মেঘনাদ। রাবণের প্রথম পুত্রের নাম বীরবাহু।
  • উর্বশী : অপরূপ রূপলাবণ্যময়ী স্বর্গের অপ্সরা। কারাে মতে এই অপ্সরার জন্ম নারায়ণের উরু ভেদ করে। তাই তার নাম উর্বশী ।
  • উমা : মহাদেবের স্ত্রী এবং হিমালয় ও সুমেরু দুহিতা মেনকার কন্যা। এর অন্যনাম পার্বতী।
  • উলুপী : ঐরাবত বংশজাত কৌরব্য নাগের কন্যা।
  • উর্মিলা : মিথিলার রাজা জনকের কনিষ্ঠাকন্যা ও সীতার ভগিনী। লক্ষ্মণের সাথে এর বিবাহ হয়। তার গর্ভে অঙ্গদ এবং চন্দ্রকেতু নামে দুই পুত্র জন্মে।
  • কল্কী : বিষ্ণুর দশ অবতারের শেষ অবতার ।
  • কংস : ভােজবংশীয় রাজা। ইনি মথুরার রাজা উগ্রসেনের ক্ষেত্রজপুত্র মগধরাজ জরাসন্ধের জামাতা এবং শ্রীকৃষ্ণের মামা।
  • কপিলা : দক্ষ প্রজাতির ষাট জন কন্যার অন্যতমা। মহর্ষি কশ্যপের সঙ্গে এর বিবাহ হয়।
  • কার্তিকেয় : মহাদেব ও পার্বতীর পুত্র।
  • কালাপাহাড় : তুর্কি আমলের একজন বীর, তিনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
  • কালকেতু : জনৈক ব্যাধ পুত্র। ইনি ইন্দ্র পুত্র নীলাম্বর নামেও পরিচিত।
  • কুন্তী : পাণ্ডবদের জননী। শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী।
  • কুবের : ধনাধিপতি যক্ষরাজ। বিশ্রবার পুত্র বলে এর অন্যনাম বৈশ্রবণ।
  • কুম্ভকর্ণ : রাবণের মধ্যম ভাই। নিকষার পুত্র।
  • কুরুক্ষেত্র : কুরু পাণ্ডবের রণভূমি।
  • কৃষ্ণ : বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। বিষ্ণুর অষ্টম অবতারও বলা হয় তাকে।
  • কৈকয়ী : কেকয়-রাজকন্যা। অযােধ্যার রাজা দশরথের মধ্যমা স্ত্রী ও ভরত জননী।
  • রাম : দশরথ-কৌশল্যার সন্তান। লক্ষণের ভাই, সীতার স্বামী।
  • সীতা : রামের স্ত্রী। জনকের কন্যা। লাঙ্গল দিয়ে জমি চাষ করার সময় লাঙ্গলের ফাল দিয়ে যে গর্ত তৈরি হয় সেই গর্ত থেকে সীতার জন্ম।
  • কৈলাস : একটি পর্বতের নাম। মহাদেব ও কুবেরের বাসস্থান।
  • কৌশল্যা : অযােধ্যার রাজা দশরথের প্রধান স্ত্রী, রামের জননী। গনেশ দেবতা । সে শিব ও পার্বতীর পুত্র।
  • চণ্ডী : দেবী দুর্গার অন্যনাম চণ্ডী।
  • দধীচি : অর্থব মুনির ঔরসে এবং কর্দম কন্যা শান্তির গর্ভে এর জন্ম হয়।
  • দশরথ : সূর্যবংশীয় নৃপতি অজের পুত্র সে। রাম-লক্ষণের পিতা। কৌশল্যা, কৈকেয়ী, ও সুমিত্রা নামে তার তিন স্ত্রী ছিল।
  • দশানন : রাবণের অন্যনাম।
  • দ্রৌপদী : রাজা দ্রুপদের কন্যা। পাণ্ডবদের স্ত্রী, অথাৎ পাঁচ ভাইয়ের একক স্ত্রী দ্রৌপদী।
  • নিকষা : মহর্ষি বিশ্রবার স্ত্রী। এর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা জন্ম গ্রহণ করে ।
  • পরশুরাম : ইনি বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র।
  • পান্ডব : পাণ্ডু ও কুন্তীর পাঁচ পুত্রদেরকে একেক পা বলা হয়। (যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব)
  • প্রমীলা : রাবণের পুত্র মেঘনাদের স্ত্রী।
  • ফুল্লরা : চণ্ডীমঙ্গলের কালকেতুর স্ত্রী ফুল্লরা।
  • বলরাম : বাসুদেব ও তার স্ত্রী রােহিণীর পুত্র। শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠভ্রাতা। বলভদ্র এবং বলদেব নামেও সে প্রসিদ্ধ।
  • বাল্মীকি : বরুণের পুত্র এবং রামায়ণ রচয়িতা মহর্ষি ও আদি কবি। বাল্মীকি রত্নাকর দস্যু নামে পরিচিত ছিলেন। ব্রহ্মার বর পেয়ে তিনি রামায়ণ রচনা করেন।
  • বিভীষণ : রাবণের কনিষ্ঠ ভ্রাতা। মেঘনাদবধ কাব্যে এই ছিল বিশ্বাসঘাতক।
  • বৃহন্নলা : ক্লীবরূপী অর্জুন।
  • বেদব্যাস : কৃষ্ণ দ্বৈপায়ন নামে বিখ্যাত। তিনি বেদকে শত শাখা যুক্ত করে চার ভাগে ভাগ করেন। তাই তাকে বেদব্যাস নামে অভিহিত করা হয়।
  • ভৃগু : যজ্ঞ সম্ভব মহর্ষি । ভার্গব বংশের প্রতিষ্ঠাতা। প্রাচীনকালে ব্রহ্মা বরুণের এক যজ্ঞ অনুষ্ঠান করেন। এই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়।
  • মনসা : সর্পের দেবী।
  • মেঘনাদ : রাবণের কনিষ্ঠ পুত্র। তিনি প্রমীলার স্বামী। মেঘনাদের অন্য নাম ইন্দ্রজিৎ।
  • মেনকা : প্রসিদ্ধা অপ্সরী, শকুন্তলার জননী। এই মেনকাই মহর্ষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করে তার সাথে মিলিত হয়। এই মিলনেই শকুন্তলার জন্ম হয়।
  • রাধা : কৃষ্ণ প্রেমিকা গােপবালা । আইহন/আয়ান ঘােষের স্ত্রী। নন্দগােয়লার মেয়ে।
  • শূর্পণখা : শূর্পণখা একজন রাক্ষসী, রাবণের বােন।
  • সরস্বতী : বিদ্যার বরদাত্রী দেবী।
  • হিড়িম্বা : রাক্ষস হিড়িম্বের ভগিনী, অরণ্যচারিনী রাক্ষসী।

 

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button