বিসিএস ডাইজেস্ট

গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা

গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা

নাম সময়কাল
ওয়ারেন হেস্টিংস ১৭৭৪-১৭৮৬
লর্ড কর্ণওয়ালিস ১৭৮৬-১৭৯৩
লর্ড ওয়েলেসলি ১৭৯৩-১৮০৫
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৮-১৮৩৫
লর্ড অকল্যান্ড ও লর্ড এলেনবরা ১৮৩৬-১৮৪৪
লর্ড ডালহৌসি ১৮৪৮-১৮৫৬
লর্ড ক্যানিং (শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়) ১৮৫৬-১৮৬২
লর্ড লিটন ১৮৭৬-১৮৮০
লর্ড রিপন ১৮৮০-১৮৮৪
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো ১৯০৫-১৯১০
লর্ড হার্ডিঞ্জ ১৯১০-১৯১৬
লর্ড চেমসফোর্ড ১৯১৬-১৯২১
লর্ড মাউন্টব্যাটেন মার্চ ১৯৪৭-আগস্ট ৪৭

এই বিভাগ থেকে আরো পড়ুন

ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে; কলেজে বাংলা বিভাগ খােলা হয়— ১৮০১ সালে।

উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস; শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন।

ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন— জোয়ান বকশ খান; তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র।

বারাসাত বিদ্রোহ–১৮২৫; রংপুর বিদ্রোহ- ১৭৮৩; সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন- ১৯৩০।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় – ১৩ এপ্রিল, ১৯১৯ খ্রিস্টাব্দে; এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ত্যাগ করেন নাইট উপাধি।

সতীদাহ প্রথার বিলােপ সাধন করা হয়—১৮২৯ সালে, আইনটি প্রবর্তন করেন—লর্ড বেন্টিঙ্ক।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button