টিপস

ক্যাডেট কলেজ ভর্তি পরামর্শ ও সাজেশন্স ২০২২

ক্যাডেট কলেজ ভর্তি পরামর্শ ও সাজেশন্স ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অনেক উপকারি হবে।

বাংলা :

পাঠ্যবই :

৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলাে ভালােভাবে আয়ত্তে আনতে হবে। বিশেষ করে কবিতার মূলভাব এবং গদ্য ও পদ্যের লেখক পরিচিতি।

ব্যাকরণ :

ভাষা ও বাংলা ভাষা : ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব শব্দ ও পদ পরিচয় : শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ, বচন। ক্রিয়ার কাল : শ্রেণিবিভাগ ও প্রয়ােগ কারক বাগধারা এককথায় প্রকাশ, বিরাম চিহ্ন।

বাংলা গদ্য ও পদ্য

  • পৃথিবীর সবচেয়ে পুরােনাে কীর্তিস্তম্ভ – মিশরের পিরামিড।
  • আসমানিকে দেখতে কবি যেতে বলেছেন— রসুলপুরে।
  • বনফুলের প্রকৃত নাম– বলাইচাঁদ মুখােপাধ্যায়।

ভাষা ও বাংলা ভাষা

  • বাংলা লিপির অক্ষর বা বর্ণমালা- ২ প্রকার;
  • স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
  • সমাজের কোনাে বিশেষ শ্রেণির ভাষাকে বলা হয় সামাজিক ভাষা।

শব্দ বা পদ

  • অর্থ অনুসারে শব্দকে তিনভাগে ভাগ করা হয়।
  • বাবা যে ভাষার শব্দ— তুর্কি।
  • খাটি বাংলা অব্যয়— আর , আবার, ও, হ্যা, না।

কারক

  • বাবাকে বড় ভয় পাই- অপাদানে দ্বিতীয়া
  • শিক্ষক ছাত্রদের পড়ান- কর্মে ৬ষ্ঠী।

বাগধারা

  • অথৈই জল— গভীর সংকট।
    আঁটকুড়াে— নিঃসন্তান।

ভাবসম্প্রসারণ

  • কোথায় স্বর্গ, কোথায় নরক … সুরাসর
  • গতিই জীবন, স্থিতিতে মৃত্যু।

অনুচ্ছেদ রচনা করাে

  • শেখ হাসিনা
  • মুক্তিযুদ্ধ

English :

৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলাে ভালোভাবে পড়তে হবে। Grammar: অংশের জন্য পড়তে হবে- Sentence, Parts of Speech, Gender, Number, Punctuation, and Use of capital letters, Tense, Subject and Predicate, Agreement of Subject and Verb, Transformation of sentences, Correct forms of the verb, Contractions Re-arrange jumbled words to make sentences, Phrase, and Idioms.

Open-Ended Question

এছাড়াও Translation, Spelling, Paragraph, Letter সহ বিভিন্ন Passage এর অনুবাদ।

Textual

  • The main attraction of Birishiri is– the ceramic hill.
  • Bulbul wakes up every morning- At 5 O clock.
  • The Black-headed Oriole is a very-Sprightly and restless bird.

Parts of Speech

  • ‘Cattle’ is – Collective noun.
  • Plural form of is ‘Oasis’ — Oases.
  • It is high time we left the place.
  • Past Participle of wear is-Worn.

Tense

  • They were disturbing us’ is an example of-Past continuous tense.
  • As the sun- I decided to go out.- was shining
  • মিনা বলল, সে অসুস্থ – Meena said that she was ill.
  • যতই পড়িবে ততই জানিবে- The more you read the more you learn.

Write a Paragraph

  • International Mother Language Day
  • A Winter Morning

সাধারণ জ্ঞান :

এ অংশে ভালাে করতে হলে নিয়মিত সাম্প্রতিক বিষয়গুলাে জানতে হবে এবং ৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি ভালােভাবে আয়ত্ত করতে হবে। এছাড়া নিয়মিত পত্রিকা পড়া এবং ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বইটি ভালােভাবে পড়লে এ অংশে ভালাে নম্বর পাওয়া যাবে।

  • পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন— গােপাল।
  • বাংলাদেশে নৌবাহিনীর স্লোগান- শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।
  • প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলে—বেল আউট।
  • ঢাকার পূর্বনাম- জাহাঙ্গীরনগর।
  • বাংলাদেশের বিজয় দিবস—১৬ ডিসেম্বর।
  • জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের কুয়েত বলা হয়— খুলনা অঞ্চলকে।
  • ইতিহাসের জনক — হেরােডােটাস।
  • পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে— মান্দারিন ভাষায়।
  • হরপ্পা ও মহেঞ্জোদারােয় প্রাপ্ত সভ্যতা পরিচিত– সিন্ধু সভ্যতা নামে।
  • Long Walk to Freedom গ্রন্থের লেখক– নেলসন ম্যান্ডেলা।
  • ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন—মুহম্মদ বিন তুঘলক।
  • মােবাইল ফোনের জনক— মার্টিন কুপার।

আজ গণিত

১০০ গণিত অংশে অনুশীলন করতে হবে স্বাভাবিক সংখ্যা, অনুপাত ও শতকরা, পূর্ণসংখ্যা, বীজগণিতীয় রাশি, সরল, সমীকরণ, জ্যামিতির মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য ও উপাত্ত।

বুদ্ধিমত্তা বিষয়ক অংক

৬ষ্ঠ শ্রেণির গণিত বই থেকে এসব অধ্যায় ভালাে করে শিখতে হবে এবং নিজের বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে হবে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button