আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
সাধারণ জ্ঞান
Trending

কৌশলে শিখুন সাধারণ জ্ঞান : স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার

কৌশলে শিখুন সাধারণ জ্ঞান : স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার নিয়ে নিচে আলোচনা করা হলো। আমাদের আজকের আয়োজন স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার নিয়ে। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।

স্থল সীমান্তবর্তী দেশ
দেশ সীমান্তবর্তী দেশ
তাজিকিস্তান আফগানিস্তান, চীন, কিরগিজস্তান ও উজবেকিস্তান।
স্লোভেনিয়া অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইতালি ও হাঙ্গেরি।
থাইল্যান্ড কম্বােডিয়া, লাওস, মালয়েশিয়া ও মিয়ানমার।
তুর্কমেনিস্তান আফগানিস্তান, ইরান, কাজাখস্তান ও উজবেকিস্তান।
জিম্বাবুয়ে বতসােয়ানা, মােজাম্বিক, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া।

এই বিভাগ থেকে আরো পড়ুন

বসনিয়া অ্যান্ড হার্জেগােভিনা ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও সার্বিয়া।
বুরুন্ডি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা ও তানজানিয়া।
কম্বােডিয়া লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
চিলি আর্জেন্টিনা, বলিভিয়া ও পেরু।
ইরিত্রিয়া জিবুতি, ইথিওপিয়া ও সুদান।
ফিনল্যান্ড নরওয়ে, সুইডেন ও রাশিয়া।
গ্যাবন ক্যামেরুন, কঙ্গো প্রজাতন্ত্র ও নিরক্ষীয় গিনি।
ঘানা বুরকিনা ফাসাে, আইভরি কোস্ট ও টোগাে।
গায়ানা ব্রাজিল, সুরিনাম ও ভেনিজুয়েলা।
হন্ডুরাস গুয়াতেমালা, এল সালভেদর ও নিকারাগুয়া।
ইন্দোনেশিয়া পূর্ব তিমুর, ব্রুনাই ও পাপুয়া নিউগিনি।
উত্তর কোরিয়া চীন, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া।
সাইবেরিয়া গিনি, আইভরি কোস্ট ও সিয়েরা লিওন।
লুক্সেমবার্গ বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি।

 

মালাবি মােজাম্বিক, তানজানিয়া ও জাম্বিয়া।
নরওয়ে ফিনল্যান্ড, সুইডেন ও রাশিয়া।
ওমান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ফিলিস্তিন মিসর, ইসরায়েল ও জর্ডান।
প্যারাগুয়ে আর্জেন্টিনা, বলিভিয়া ও ব্রাজিল।
সােমালিয়া জিবুতি, ইথিওপিয়া ও কেনিয়া।
টোগাে বেনিন, বুরকিনা ফাসাে ও ঘানা।
ভেনেজুয়েলা ব্রাজিল, কলম্বিয়া ও গায়ানা।
ভিয়েতনাম কলম্বিয়া, চীন ও লাওস।
জিবুতি ইরিত্রিয়া ও ইথিওপিয়া
মালয়েশিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুর
মেক্সিকো গুয়াতেমালা ও যুক্তরাষ্ট্র
মরক্কো আলজেরিয়া ও স্পেন
সুরিনাম ব্রাজিল ও গায়ানা
অ্যান্ডােরা ফ্রান্স ও স্পেন
বাংলাদেশ ভারত ও মিয়ানমার
বেলিজ গুয়াতেমালা ও মেক্সিকো
ভুটান চীন ও ভারত
কোস্টারিকা নিকারাগুয়া ও পানামা
ইকুয়েডর কলম্বিয়া ও পেরু
এল সালভেদর গুয়াতেমালা ও হন্ডুরাস
নিরক্ষীয় গিনি ক্যামেরুন ও গ্যাবন
এস্তোনিয়া লাটভিয়া ও রাশিয়া
ইসওয়াতিনি মােজাম্বিক ও দক্ষিণ আফ্রিকা
গিনি বিসাউ গিনি ও সেনেগাল
কুয়েত ইরাক ও সৌদি আরব
লেবানন ইসরায়েল ও সিরিয়া।
বাংলাদেশের বিভিন্ন পুরস্কার
নাম প্রথম প্রদান অর্থমূল্য (টাকা) পরিচালনায়/পৃষ্ঠপােষক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ ৩ লাখ বাংলা একাডেমি
জাতীয় ক্রীড়া পুরস্কার ১৯৭৬ ১ লাখ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৭৬ ১, ২ ও ৩ লাখ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
একুশে পদক ১৯৭৬ ৪ লাখ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ ৫ লাখ মন্ত্রিপরিষদ বিভাগ
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ১৯৯০ ৫০ হাজার বাংলা একাডেমি
বৃক্ষরােপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ১৯৯৩ ১৫, ২০ ও ৩০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বেগম রােকেয়া পদক ১৯৯৫ ৪ লাখ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০০০ ২ লাখ বাংলাদেশ ব্যাংক
কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার ২০০৪ ১ লাখ বাংলা একাডেমি
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০০৫ ১ লাখ বাংলা একাডেমি
জাতীয় পরিবেশ পদক ২০০৯ ৫০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
জাতীয় মৎস্য পুরস্কার ২০১০ ৩০ ও ৫০ হাজার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০১০ ৫০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০ ১ লাখ বাংলা একাডেমি
রবীন্দ্র পুরস্কার ২০১০ ১ লাখ বাংলা একাডেমি
শিল্পকলা পদক ২০১৩ ১ লাখ  বাংলাদেশ শিল্পকলা একাডেমি

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button