সাধারণ জ্ঞান
Trending

কৌশলে শিখুন সাধারণ জ্ঞান : স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার

কৌশলে শিখুন সাধারণ জ্ঞান : স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার নিয়ে নিচে আলোচনা করা হলো। আমাদের আজকের আয়োজন স্থল সীমান্তবর্তী দেশ ও বাংলাদেশের বিভিন্ন পুরস্কার নিয়ে। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।

স্থল সীমান্তবর্তী দেশ
দেশ সীমান্তবর্তী দেশ
তাজিকিস্তান আফগানিস্তান, চীন, কিরগিজস্তান ও উজবেকিস্তান।
স্লোভেনিয়া অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইতালি ও হাঙ্গেরি।
থাইল্যান্ড কম্বােডিয়া, লাওস, মালয়েশিয়া ও মিয়ানমার।
তুর্কমেনিস্তান আফগানিস্তান, ইরান, কাজাখস্তান ও উজবেকিস্তান।
জিম্বাবুয়ে বতসােয়ানা, মােজাম্বিক, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া।

এই বিভাগ থেকে আরো পড়ুন

বসনিয়া অ্যান্ড হার্জেগােভিনা ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও সার্বিয়া।
বুরুন্ডি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা ও তানজানিয়া।
কম্বােডিয়া লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
চিলি আর্জেন্টিনা, বলিভিয়া ও পেরু।
ইরিত্রিয়া জিবুতি, ইথিওপিয়া ও সুদান।
ফিনল্যান্ড নরওয়ে, সুইডেন ও রাশিয়া।
গ্যাবন ক্যামেরুন, কঙ্গো প্রজাতন্ত্র ও নিরক্ষীয় গিনি।
ঘানা বুরকিনা ফাসাে, আইভরি কোস্ট ও টোগাে।
গায়ানা ব্রাজিল, সুরিনাম ও ভেনিজুয়েলা।
হন্ডুরাস গুয়াতেমালা, এল সালভেদর ও নিকারাগুয়া।
ইন্দোনেশিয়া পূর্ব তিমুর, ব্রুনাই ও পাপুয়া নিউগিনি।
উত্তর কোরিয়া চীন, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া।
সাইবেরিয়া গিনি, আইভরি কোস্ট ও সিয়েরা লিওন।
লুক্সেমবার্গ বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি।

 

মালাবি মােজাম্বিক, তানজানিয়া ও জাম্বিয়া।
নরওয়ে ফিনল্যান্ড, সুইডেন ও রাশিয়া।
ওমান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ফিলিস্তিন মিসর, ইসরায়েল ও জর্ডান।
প্যারাগুয়ে আর্জেন্টিনা, বলিভিয়া ও ব্রাজিল।
সােমালিয়া জিবুতি, ইথিওপিয়া ও কেনিয়া।
টোগাে বেনিন, বুরকিনা ফাসাে ও ঘানা।
ভেনেজুয়েলা ব্রাজিল, কলম্বিয়া ও গায়ানা।
ভিয়েতনাম কলম্বিয়া, চীন ও লাওস।
জিবুতি ইরিত্রিয়া ও ইথিওপিয়া
মালয়েশিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুর
মেক্সিকো গুয়াতেমালা ও যুক্তরাষ্ট্র
মরক্কো আলজেরিয়া ও স্পেন
সুরিনাম ব্রাজিল ও গায়ানা
অ্যান্ডােরা ফ্রান্স ও স্পেন
বাংলাদেশ ভারত ও মিয়ানমার
বেলিজ গুয়াতেমালা ও মেক্সিকো
ভুটান চীন ও ভারত
কোস্টারিকা নিকারাগুয়া ও পানামা
ইকুয়েডর কলম্বিয়া ও পেরু
এল সালভেদর গুয়াতেমালা ও হন্ডুরাস
নিরক্ষীয় গিনি ক্যামেরুন ও গ্যাবন
এস্তোনিয়া লাটভিয়া ও রাশিয়া
ইসওয়াতিনি মােজাম্বিক ও দক্ষিণ আফ্রিকা
গিনি বিসাউ গিনি ও সেনেগাল
কুয়েত ইরাক ও সৌদি আরব
লেবানন ইসরায়েল ও সিরিয়া।
বাংলাদেশের বিভিন্ন পুরস্কার
নাম প্রথম প্রদান অর্থমূল্য (টাকা) পরিচালনায়/পৃষ্ঠপােষক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ ৩ লাখ বাংলা একাডেমি
জাতীয় ক্রীড়া পুরস্কার ১৯৭৬ ১ লাখ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৭৬ ১, ২ ও ৩ লাখ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
একুশে পদক ১৯৭৬ ৪ লাখ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ ৫ লাখ মন্ত্রিপরিষদ বিভাগ
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ১৯৯০ ৫০ হাজার বাংলা একাডেমি
বৃক্ষরােপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ১৯৯৩ ১৫, ২০ ও ৩০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বেগম রােকেয়া পদক ১৯৯৫ ৪ লাখ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০০০ ২ লাখ বাংলাদেশ ব্যাংক
কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার ২০০৪ ১ লাখ বাংলা একাডেমি
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০০৫ ১ লাখ বাংলা একাডেমি
জাতীয় পরিবেশ পদক ২০০৯ ৫০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
জাতীয় মৎস্য পুরস্কার ২০১০ ৩০ ও ৫০ হাজার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০১০ ৫০ হাজার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০ ১ লাখ বাংলা একাডেমি
রবীন্দ্র পুরস্কার ২০১০ ১ লাখ বাংলা একাডেমি
শিল্পকলা পদক ২০১৩ ১ লাখ  বাংলাদেশ শিল্পকলা একাডেমি

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button