বাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান

কুইজসহ বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

কুইজসহ বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে পরে আপনার নিজেরে যাচাইয়ের জন্য একটি মডেল টেস্ট দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অবস্থিত
উত্তর : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।

প্রশ্ন : বিশ্বে বাংলা ভাষার অবস্থান
উত্তর : ৭ম।

প্রশ্ন : ৩২তম অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে
উত্তর : ৬ জন ক্রীড়াবিদ।

প্রশ্ন : মােগল আমলে রাজমহলের নামকরণ করা হয়
উত্তর : আকবর নগর।

প্রশ্ন : এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর হন
উত্তর : ১৯৫৬ সালে।

প্রশ্ন : ৫২’র ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন
উত্তর : ড. সৈয়দ মােয়াজ্জেম হােসেন।

প্রশ্ন : বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান
উত্তর : ইন্দিরা গান্ধী।

প্রশ্ন : জাটকা ইলিশ বলতে বােঝায়
উত্তর : ২৫ সে.মি. কম দৈর্ঘ্যের ইলিশকে।

প্রশ্ন : সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন
উত্তর : ৬,০১৭ বর্গ কিমি।

প্রশ্ন : রাখাইনরা যে জেলায় বসবাস করে
উত্তর : পটুয়াখালী।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি ধরা হয়েছে
উত্তর : ৪.৬%।

আরো কিছু সাধারণ জ্ঞান………………………

প্রশ্ন : ‘জাতীয় আয়কর দিবস’
উত্তর : ৩০ নভেম্বর।

প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ২৮ এপ্রিল ১৯৫৪।

প্রশ্ন : যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম
উত্তর : ইউরিয়া।

প্রশ্ন : সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের কথা সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে
উত্তর : ২৮(২)।

প্রশ্ন : সংসদকে কার্যকর রাখার দায়িত্ব
উত্তর : ক্ষমতাসীন ও বিরোধী দলের।

প্রশ্ন : ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলায় বিভাগ ছিল
উত্তর : ৩টি।

প্রশ্ন : আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন
উত্তর : সিলেট।

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে
উত্তর : ৩টি।

প্রশ্ন : ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক
উত্তর : মােনায়েম সরকার।

প্রশ্ন : সার্ক ফোয়ারার ভাস্কর
উত্তর : নিতুন কুন্ডু।

প্রশ্ন : স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র
উত্তর : ওরা ১১ জন।

প্রশ্ন : জি আই পণ্য এখন
উত্তর : ৯টি।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের সদর দপ্তর ছিল
উত্তর : কল্যাণী, ভারত।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘােষণা করা হয়
উত্তর : ঢাকার পল্টন ময়দানে।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে রােহিঙ্গারা প্রথম প্রবেশ করে
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নােট ও মুদ্রা বাজারে ছাড়ে
উত্তর : চার ধরনের।

প্রশ্ন : মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুরু হয়
উত্তর : ১০ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : বাংলাদেশ সরকার ঘােষিত সংক্রামক এ ব্যাধি
উত্তর : ২৪টি।

প্রশ্ন : বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’-এর এ অবস্থান
উত্তর : মুর্শিদাবাদে।

প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট প্রদান করে
উত্তর : ২৬ মে ২০১৮।

প্রশ্ন : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৫তম ও দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি
উত্তর : রাবাব ফাতিমা।

প্রশ্ন : বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর যে মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়
উত্তর : ইরিনা বােকোভা।

প্রশ্ন : প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ১,০০০ রান ও ১০০ উইকেটের অধিকার হন
উত্তর : সাকিব আল হাসান।

প্রশ্ন : বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন
উত্তর : নওয়াব আবদুল লতিফ।

প্রশ্ন : পূর্ববাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল
উত্তর : ৩০৯টি।

প্রশ্ন : চাকমা জনগােষ্ঠীর লােকসংখ্যা সর্বাধিক যে জেলায় বাস করে
উত্তর : রাঙ্গামাটি।

নিজেকে যাচাই করতে মডেলটিতে অংশ নিন………………..

Wrong shortcode initialized

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button