আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ২০২১ একসাথে পড়ুন

কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসর’স পাবলিকেশনের প্রকাশিত বই গুলোর মধ্যে অন্যতম একটি প্রকাশনা। কারেন্ট অ্যাফেয়ার্স মুলত প্রতি মাসের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও অন্যতম প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের জন্য যুগোপযুগী একটা বই। বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক জব প্রিপারেশন, শিক্ষক নিয়োগ প্রস্তুতিসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার্থীদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটি খুবই গুরুত্বপূর্ণ।

  • ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হানে কত সালে?
    ২০০৭ সালের ১৫ নভেম্বর
  • মহাকাশ যাত্রায় নাসার ব্যবহৃত প্রথম বেসরকারি মহাকাশযানটির নাম কি?
    ফালকন-৯ (স্পেসএক্স কর্তৃক নির্মিত) ।
  • সম্প্রতি তানজানিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
    জন মাগুফুলি
  • কোন দেশে নারী ধূমপায়ীর সংখ্যা শূন্য?
    উত্তর কোরিয়া
  • বাল্যবিবাহের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
    চতুর্থ
  • The Rules of Sociological Method’ বইটির রচয়িতা কে?
    ডুর্খেইম
  • বাংলাদেশের কোন সংগঠন ২০২১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযােগ পাবে?
    সাদাত রহমানের সংগঠন ‘নড়াইল ভলান্টিয়ার্স
  • ‘সফল মানুষ মাত্রই সুখী মানুষ নন’- কথাটি কে বলেছেন?
    জো বাইডেন
  • ‘দ্য ম্যাজিক অব থিনকিং বিগ’ বইটির রচয়িতা কে?
    ড. ডেভিড জে. শার্টজ
  • ঘূর্ণিঝড় আম্পান ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কত টাকার একটি প্রকল্প নিয়েছে?
    ৫ হাজার ৯০৮ কোটি টাকা
  • দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা হয় কত সালে?
    ২ ২০২০ সালে (শুরু হয় ২৭ জুন; টানা ৪৩ দিন; ৩৩টি জেলাজুড়ে)
  • দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে সর্বকালের
    সর্বোচ্চ গােলদাতা কে? ২ লুইস সুয়ারেজ, উরুগুয়ে (২৫)
  • শিশু বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানাে কাগজপত্রহীন অভিবাসীদের জন্য ওবামা প্রশাসন কর্তৃক চালুকৃত কর্মসূচির নাম কি?
    ‘ডাকা’ (ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস)
  • যুক্তরাষ্ট্রের ‘ডাকা’ কর্মসূচি শুরু হয় কত সালে?
    ২০১২ সালে
  • যুক্তরাষ্ট্রে তরুণ অভিবাসী প্রত্যাশীদের কী বলে?
    ড্রিমার্স ।
  • কোন সম্প্রদায়ের লােকেরা ফাতেহ দিবস উদযাপন করে থাকে?
    শিখ সম্প্রদায়
  • আজারবাইজানের কাছে বিরােধপূর্ণ কোন এলাকা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া?
    ‘কালবাজার এলাকা
  • আর্মেনিয়া-আজারবাইজান শান্তি চুক্তি এবং বিরােধপূর্ণ এলাকা হস্তান্তরে মধ্যস্থতা করেছে কয়টি দেশ?
    ৩টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স)।
  • নাগােরনাে-কারাবাখ অঞ্চলের প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল কোনটি?
    স্টেপ্যানাকার্ট
  • টানা চতুর্থ বারের মতাে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন কে?
    নিতীশ কুমার
  • বায়ােএনটেক কোন দেশের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান?
    জার্মানি।
  • বর্তমানে বিশ্বজুড়ে করােনার কয়টি টিকা উদ্ভাবনের কাজ চলছে?
    ২১২টি
  • ইরিত্রিয়ার রাজধানীর নাম কি?
    আসমারা
  • ‘তাইগ্রেয়ান বাহিনী’ কোন দেশের একটি বিদ্রোহী গােষ্ঠীর নাম?
    ইথিওপিয়া (বর্তমানে দেশটির সরকারের সাথে এ বাহিনীর সংঘর্ষ চলছে)
  • সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি?
    ভামকো
  • ২০৩০ সালের মধ্যে ডিজেল ও রেপট্রলচালিত গাড়ি বিক্রি বন্ধে কোন দেশের সরকার নিষেধাজ্ঞা আরােপ করতে যাচ্ছে?
    যুক্তরাজ্য
  • বিশ্বের সর্ববৃহৎ মুক্ত-বাণিজ্য চুক্তি কোনটি?
    আরসিইপি (রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ)
  • বিশ্বের জিডিপি এবং জনসংখ্যার কত শতাংশ আরসিইপি চুক্তির আওতায় আছে?
    জনসংখ্যার ৩০% এবং জিডিপির ২৯%।
  • টিপিপি’র বিপরীতে চিনা উদ্যোগে কোন চুক্তি স্থাপিত হয়েছে?
    আরসিইপি চুক্তি
  • বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল কোনটি?
    আরসিইপি চুক্তির অন্তর্ভুক্ত অঞ্চলগুলাের জোট
  • আরসিএপি চুক্তিতে সই করেছে কয়টি দেশ?
    ১৫টি (আসিয়ানের ১০টি দেশ এবং চীন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড) ।
  • টিপিপি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ) চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায় কবে?
    ২০১৭ সালে
  • একুশ শতকে জন্ম নেওয়া প্রথম খেলােয়াড় হিসেবে এটিপি ট্যুরের শিরােপা জিতলেন কে?
    ইয়ানিক সিন্নার (ইতালি)
  • ‘অশনি সংকেত’ ছবির পরিচালক কে?
    সত্যজিৎ রায়
  • ২০২০ সালের সেরা ব্র্যান্ডের নাম কী?
    অ্যাপল
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ সদস্যদেশ কোনটি?
    কমােরােস (১৭২তম)
  • ইউনিসেফের হিসাবে, বাংলাদেশে কিশাের-কিশােরীর সংখ্যা কত?
    ৩ কোটি ৬০ লাখ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরপর দুই সপ্তাহ করােনা শনাক্তের হার কত শতাংশের কম থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলে বিবেচনা করা যায়?
    ৫ শতাংশের কম থাকলে।
  • সরকারি ব্যবস্থাপনায় কত শতাংশ কিশাের-কিশােরী সৃজনশীল কাজে যুক্ত?
    ২%
  • শিশু-কিশােরদের জন্য জাতীয় শিশু আইন প্রণীত হয় কত সালে?
    ১৯৭৪ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে সই করে কত সালে?
    ১৯৯০ সালে
  • এ পর্যন্ত শিশু-কিশােরদের জন্য কতটি নীতিমালা হয়েছে?
    ৩টি
  • প্রথম জাতীয় শিশু নীতি প্রণীত হয় কত সালে?
    ১৯৯৪ সালে
  • বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
    ৬৫,৬২০টি
  • নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রী হলেন কে?
    নানাইয়া মাহুতা।
  • ‘মাওরি’ আদিবাসীদের বাস কোথায়?
    নিউজিল্যান্ডে
  • বাংলাদেশ কত সালে পিপিপি নীতি কার্যকর হয়েছে?
    ২০১০ সালে
  • দেশের কোথায় ‘মহামুনির বৌদ্ধপূর্ণিমা মেলা হয়?
    চট্টগ্রামে
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন কত সালে?
    ১৯৭৬ সালের ১৭ নভেম্বর
  • সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন দণ্ডিত ব্যক্তি সাংসদ হতে পারবেন না এবং ওই পদে বহাল থাকারও অযােগ্য হবেন?
    ৬৬ অনুচ্ছেদ।
  • কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি?
    নিপ্পন কোয়ে
  • জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, মুক্তিযােদ্ধা কর্নেল (অব.) শওকত আলী মৃত্যুবরণ করেন কত তারিখ?
    ১৬ নভেম্বর ২০২০
  • কর্নেল শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার কত নম্বর আসামি ছিলেন?
    ২৬ নম্বর
  • কর্নেল শওকত আলী মুক্তিযুদ্ধে কত নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও প্রশিক্ষক ছিলেন?
    ২ নং সেক্টরের
  • ‘আর্মড কোয়েস্ট ফর ইনডিপেন্ডেন্স’ ও ‘সত্য মামলা আগরতলা’ নামক বই দুইটির রচয়িতা কে?
    কর্নেল (অব.) শওকত আলী ।
  • ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে শেরে বাংলা এ কে ফজলুল হক কী হন?
    মূখ্যমন্ত্রী
  • ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান পাস হয় কবে?
    ১৭ নভেম্বর ২০২০
  • বর্তমানে দেশের কত শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পানের সুযােগ পাচ্ছে?
    ৯৮ শতাংশ
  • দেশে করােনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে কবে?
    ১৮ মার্চ ২০২০
  • জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বার্ষিক বৈশ্বিক জনসংখ্যা প্রতিবেদন ২০১৯ অনুযায়ী দেশের জনসংখ্যা কত?
    ১৬ কোটি ৮১ লাখ
  • ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম শাসনতন্ত্র গৃহীত হয় কত সালে?
    ১৯৫৬ সালে ।
  • সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘বহিপীর নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
    ১৯৬০ সালে ।
  • বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি?
    ৪৪টি
  • ‘Water Aid’ কোন দেশভিত্তিক সংস্থা?
    যুক্তরাজ্য (সদর দপ্তর: লন্ডন)
  • পেরুর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে?
    ফ্রানসিসকো সাগান্তি
  • ‘A Promised Land’ গ্রন্থটির রচয়িতা কে?
    বারাক ওবামা
  • অং সান সুচিকে কত সালে শান্তিতে নােবেল পুরস্কার দেওয়া হয়?
    ১৯৯১ সালে
  • সমাজ কাঠামাে প্রত্যয়টি সমাজ বিজ্ঞানে ব্যবহার করেন কে?
    স্পেন্সর
  • ‘দেশকে ভালােবাসা’ কী?
    লােকরীতি
  • বাংলাদেশের পােশাকের সর্বোচ্চ ক্রেতা ব্র্যান্ডের নাম কী?
    এইচঅ্যান্ডএম (সুইডেনভিত্তিক ব্র্যান্ড)
  • ‘ওয়ালমার্ট’ কোন দেশভিত্তিক ব্র্যান্ড?
    যুক্তরাষ্ট্র
  • ‘জননী ও জন্মভূমি’ কোন ধরনের চলচ্চিত্র?
    মুক্তিযুদ্ধভিত্তিক
  • কোন দেশকে হারিয়ে বাংলাদেশ ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজের ট্রফি জিতেছে?
    নেপাল
  • আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রথম ট্রফি জিতে কত সালে?
    ১৯৮৯ সালে
  • বাংলাদেশ ‘সাফ ফুটবলে প্রথমবারের মতাে চ্যাম্পিয়ন হয় কত সালে?
    ২০০৩ সালে।
  • কয়টি দেশ নিয়ে প্রেসিডেন্টস কাপ হকি অনুষ্ঠিত হয়েছে?
    ৫টি
  • প্রতিবছর সরকার কতটি পরিবেশবান্ধব কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করবে?
    ৩০টি
  • ‘Folkways’ শব্দের অর্থ কী?
    লােকাচার
  • বিষে ধান ও সবজি উৎপাদনে বাংলাদেশ কততম?
    তুতীয়
  • আম উৎপাদনে বাংলাদেশ কততম?
  • আলু এবং পেয়াজ উৎপাদনে বাংলাদেশ কততম?
    অষ্টম
  • বিশ্বব্যাংক করােনাকালীন কর্মসংস্থানের জন্য বাংলাদেশকে কত টাকা আর্থিক সহায়তা হিসেবে দিয়েছে?
    ১০৫ কোটি মার্কিন ডলার
  • দক্ষিণ এশিয়ায় সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশ কততম?
  • দেশে এক ব্যক্তির কোম্পানি খেলার সুযােগ করে আইন পাস হয় কত তারিখ?
    ১৮ নভে ২০১০
  • বাংলাদেশের অভিবাসীদের কোন দেশে যেতে সবচেয়ে বেশি খরচ পড়ে?
    সিঙ্গাপুর
  • মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পাকিস্তানি হানাদার বাহিনীর কোন যুদ্ধজাহাজকে সংরক্ষণ করে ‘জালু করা হবে?
    ‘এমভি একরাম”
  • মুসলিম নারীদের অংশগ্রহণ বাড়াতে কোন দেশ পুলিশের পোশাকে হিজাব মুক্ত করেছে।
    নিউজিল্যান্ড
  • ভেলভেট বিপ্লব’ -এর সাথে পরিচিত দেশ কোনটি?
    চেকোশ্লোভাকিয়া (১৯৮৮ সালে দেশটিতে এ বিপ্লব সংঘটিত হয়েছিল) ।
  • ‘Promise Me, Dad’ গ্রন্থটির লেখক কে?
    জো বাইডেন (২০১৭ সালে প্রকাশিত)
  • মুঘল আমলে প্রচলিত পূণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী ছিল?
    ধাজনা আদায়
  • বর্তমানে ন্যাটোপ্রধান কে?
  • বিশ্বব্যাংকের ভা অনুসারে বাংলাদেশ কোন ধরনের দেশ?
    একটি নিম্ন মধ্যম আয়ের দেশ
  • জাতিসংঘের শ্রেণিবিন্যাস অনুসারে বাংলাদেশ কোন ধরনের দেশ?
    একটি স্বল্পোন্নত দেশ
  • GSP-এর পূর্ণরূপ কী?
    Generalized System of Preferences
  • যুক্তাষ্ট্র কত সালে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেছে।
    ২০১৩ সালের ২৭ জুন।
  • টিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে এবং এর সদস্যরাষ্ট্র ছিল কয়টি?
    ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি এবং ১২টি সদস্যরাষ্ট্র
  • VMP-এর পূর্ণরূপ কী?
    Value of Marginal Product
  • MRP-এর পূর্ণরূপ কী?
    Marginal Revenue Product
  • ‘History of Humnn Marriage’ গ্রন্থটির লেখক কে?
    ওয়েস্টারমার্ক
  • ‘Exogamy’ অর্থ কী?
    বহিত্রে বিবাহ
  • বাংলাদেশ সুগার মিলস কর্পোরেশন গঠিত হয় কত সালে?
    ১৯৭২ সালে
  • দেশে সরকারি চিনিকল কয়টি?
    ১৫টি
  • করােনাকালে সরকারের ঘােষিত প্রণােদনা ঋণের মেয়াদকাল কত?
    তিন বছর
  • উয়েফা নেশনস লীগের প্রথম আসর শুরু হয় কত সালে?
  • লাউয়াছড়া বন কোন জেলায় অবস্থিত?
    মৌলভীবাজার
  • ‘রেমা-কালেঙ্গা বন কোন জেলায় অবস্থিত?
    হবিগঞ্জ ।
  • সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কতটি কচুজাতীয় উদ্ভিদ আবিষ্কার করেন?
    ৪টি
  • বাংলাদেশের উদ্ভিদের শ্রেণিবিন্যাসের জনক কে?
    অধ্যাপক মােহাম্মদ সালার খান।
  • দেশের ৩৫তম নদী বন্দর কোনটি?
    বালাগঞ্জ নদীবন্দর (সিলেট)
  • ‘My Life’ গ্রন্থটির লেখক কে?
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
  • ‘ডিসিশন পয়েন্ট’ বইটির লেখক কে?
    জর্জ ডব্লিউ বুশ।
  • ‘মিয়াও নববর্ষ’ উৎসবের সাথে পরিচিত দেশ কোনটি?
    চীন।
  • ‘মিয়াও জাতিসত্তা’ মানুষের বাস কোথায়?
    চীনে।
  • কোন দেশের উদ্যোগে ‘Asian Infrastructure Investment Bank’ (AIIB) প্রতিষ্ঠিত হয়?
    চীন
  • চিলির প্রেসিডেন্টের নাম কী?
    সেবাস্তিয়ান পিনেরা ।
  • কম্পিউটারের মগজ বলা হয় কোনটিকে?
    প্রসেসরকে
  • মানুষের অটোজোমের সংখ্যা কত?
    ৪৪টি
  • পাতার কোন অংশে সালােকসংশ্লেষণ বেশি হয়?
    প্যালিয়েড
  • গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়?
    সাইটোপ্লাজমে
  • দেশের মানুষের কাছে ‘জননী সাহসিকা’ নামে পরিচিত কোন সাহিত্যিক?
    সুফিয়া কামাল
  • কোন গল্পের মধ্য দিয়ে সুফিয়া কামালের সাহিত্যিক যাত্রার সূত্রপাত?
    ‘সৈনিক বধূ
  • ‘মৃত্তিকার ঘ্রাণ’ কার লেখা?
    সুফিয়া কামাল
  • ‘মৃত্তিকার ঘ্রাণ’ সুফিয়া কামালের কোন ধরনের রচনা?
    কাব্যগ্রন্থ
  • জাতীয় শিশু-কিশাের সংগঠন কচি কাঁচার মেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
    ১৯৫৬ সালের ৫ অক্টোবর
  • ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
    সুফিয়া কামাল
  • সুফিয়া কামালের প্রথম গল্পের বইয়ের নাম কি?
    কেয়ার কাঁটা।
  • সুফিয়া কামালের গল্পের বই ‘কেয়ার কাঁটা’ প্রকাশিত হয় কত সালে?
    ১৯৩৭ সালে।
  • পণ্ডিত অতীশ দীপঙ্কর কত সালে জন্মগ্রহণ করেন?
    ৯৭৮ সালে (বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযােগিনী গ্রামে)
  • অতীশ দীপঙ্কর মৃত্যুবরণ করেন কত সালে?
    ১০৫৪ সালে।
  • অতীশ দীপঙ্করের শেষ জীবন কোথায় অতিবাহিত হয়?
    তিব্বতে (১৩ বছর)
  • বরিশালের পূর্ব নাম ‘চন্দ্রদ্বীপের নামকরণ হয় কার নামানুসারে?
    চন্দ্রদাস (চন্দ্রগােমিন’ নামেই বেশি পরিচিত)
  • অতীশ দীপঙ্করকে তিব্বতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন কোন রাজা?
    রাজা এশেওদ ।
  • কত সালে অতীশ দীপঙ্করের দেহাবশেষ চীন থেকে রাষ্ট্রীয়
  • দেশে প্রতিবছর কত তারিখ সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়?
    ২১ নভেম্বর
  • “শিখা অনির্বাণ’ কোথায় অবস্থিত?
    ঢাকা সেনানিবাসে
  • বিশ্বের প্রথম ইসলামী ব্যাংকিংয়ের সূচনা হয় কোন দেশে?
    সংযুক্ত আরব আমিরাতে (১৯৭৫ সালে)
  • বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন) কোন দেশের অধিকার আদায়ের একটি সংগঠন?
    ফিলিস্তিন (সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে)
  • এ বছর ‘ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে?
    ডগলাস স্টুয়ার্ট (স্কটিশ লেখক)
  • কোন উপন্যাসের জন্য ডগলাস স্টুয়ার্ট ম্যান বুকার পুরস্কার-২০২০’ পেয়েছেন?
    শুগি বেইন।
  • নাটকের প্রাণ বলতে কোনটিকে বােঝায়?
    সংলাপ
  • বারকোড রিডার’, ‘স্ক্যানার’, ‘জয়স্টিক’, ‘ডিজিটাল ক্যামেরা -এগুলাে কোন ধরনের ডিভাইস?
    ইনপুট ডিভাইস।
  • RAM-এর পূর্ণরূপ কী?
    Random Access Memory
  • মধ্য ভারতীয় আর্য ভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় কোন ভাষাটির?
    প্রাকৃত
  • ‘ভেলিকা ক্লাদুসা জঙ্গল কোন দেশে অবস্থিত?
    বসনিয়া
  • জাতীয় স্কোয়াশ দলের র্যাংকিংয়ে এক নম্বর খেলােয়াড় কে?
    মােহাম্মদ সুমন
  • মাছের মায়ের পুত্রশােক’ বাগধারাটির অর্থ কী?
    নকল মায়া বা লােকদেখানাে কান্না
  • ‘আকা’ শব্দটি কোন ভাষার শব্দ?
    ফারসি
  • বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
    জেনেভা, সুইজারল্যান্ড
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশ কয়টি?
    ১৬৪টি
  • বর্তমানে জাতিসংঘের এলডিসিভুক্ত দেশ কয়টি?
    ৪৭টি
  • ইউরােপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কয়টি?
    ২৭টি
  • বর্তমানে বৈশ্বিক তৈরি পােশাক রপ্তানির দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
    বাংলাদেশ (প্রথম: চীন)
  • করােনাকালে স্বল্পোন্নত দেশগুলাের সম্বন্ধিত পণ্য রপ্তানি সবচেয়ে বেশি কমেছে কোন দেশে?
    ভারতে।
  • এলডিসির মধ্যে তৈরি পােশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
    বাংলাদেশ
  • আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় কত সালে?
    ১ আগস্ট ২০১৯ (শেষ হবে ১৪ জুন ২০২০, লর্ডসে)
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয় কোন দুটি দলের মধ্যে?
    অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দল কয়টি?
    ৯টি
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট প্রাপ্তির হারের ভিত্তিতে শীর্ষে কোন দল?
    অস্ট্রেলিয়া
  • ২০২২ সালের পিছিয়ে পড়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে অনুষ্ঠিত হবে কোন দেশে?
    দক্ষিণ আফ্রিকায়
  • ‘চুনতি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
    কক্সবাজারের চকরিয়ায়
  • ‘গাজপ্রম ইপি ইন্টারন্যাশনাল’ কোন দেশের নিবন্ধিত কোম্পানি?
    নেদারল্যান্ডস
  • তেল-গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান ‘গাজপ্রম’ কোন দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি?
    রাশিয়া
  • কত সালে ‘ভােলা গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
    ১৯৯৫ সালে (আবিষ্কার করে বাপেক্স’)
  • তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে বাংলাদেশ কত সালে রাশিয়ার সাথে একটি প্রটোকল চুক্তি সই করে?
    ২০১০ সালে
  • সম্প্রতি প্রধানমন্ত্রী ‘সেনাবাহিনী পদক প্রদান করেন কাকে?
    সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ।
  • করােনাকালীন সময়ে সহযােগিতার জন্য কোন দেশে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পাঠানাে হয়েছে?
    মালদ্বীপে
  • ভূমধ্যসাগরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের নাম কি?
    ‘বিজয়’ ।
  • বর্তমানে জাতিসংঘে সর্বোচ্চ শান্তিরক্ষী’ প্রদানকারী দেশ কোনটি?
    বাংলাদেশ
  • ‘তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ‘কোন দেশের একটি রাজনৈতিক দলের নাম?
    ইথিওপিয়া (দেশটির সরকারি বাহিনীর সাথে এ দলের লড়াই চলছে)
  • প্রতি বছর কয়টি দেশে থ্যাঙ্কসগিভিং ডে’ পালন করা হয়?
    ২টি দেশে (যুক্তরাষ্ট্র ও কানাডা)
  • ২০২০ সালের জি-২০ সম্মেলন শুরু হয় কবে?
    ২১ নভেম্বর ২০২০
  • জি-২০ এর সদস্যদেশ কয়টি?
    ১৯টি (বি:দ্র: সদস্যসংখ্যা ২০টি, ১৯টি দেশ + ইউরােপীয় ইউনিয়ন)
  • প্রথমবারের মতাে কোনাে আরব দেশ হিসেবে, ২০২০ সালের জি-২০ সম্মেলনের আয়ােজক দেশ কোনটি?
    সৌদি আরব
  • ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম কোনাে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কবে?
    ২৮ নভেম্বর
  • দ্বিতীয় বিশদ নগর-পরিকল্পনার (ড্যাপ)’ মেয়াদকাল কত?
    ২০১৬-২০৩৫ সাল।
  • কোন অঞ্চলের মানুষ সাধারণত সাহসী হয়?
    চরাঞ্চলের
  • ‘দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকারসূত্রে বর্তিয়ে থাকে—এটি কে বলেছেন?
    কার্ল পিয়ারসন
  • বর্তমানে দেশে বীমা খাতে কয়টি কোম্পানি রয়েছে?
    ৭৮টি
  • ‘ব্যাংকাস্যুরেন্স কোন ভাষার শব্দ?
    ফরাসি
  • ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিক্রির পদ্ধতি প্রথম চালু হয় কোন কোন দেশে?
    ফ্রান্স ও স্পেনে
  • ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি পলিসি বিক্রি হয় কোন দেশে?
    তুরস্কে
  • প্রামাণ্যচিত্র ‘বায়ােগ্রাফি অফ নজরুলের পরিচালক কে?
    ফেরদৌস খান ।
  • অঞ্চলভিত্তিক করােনাভাইরাসের প্রকোপ কেমন তা বােঝাতে কোন রঙের বৃত্ত ব্যবহার করা হচ্ছে?
    নীল রঙ
  • ‘শাঁখের করাত’ বাগধারাটির অর্থ কি?
    উভয় সংকট ।
  • করােনায় ক্ষতিগ্রস্ত দেশগুলাের মধ্যে এশিয়ায় বাংলাদেশ বর্তমানে কততম স্থানে রয়েছে?
    পঞ্চম
  • ২০১৩ সালের জাতীয় প্রবীণ নীতিমালা অনুযায়ী, কারও বয়স কত বছর হলে তিনি প্রবীণ বলে গণ্য হবেন?
  • ইউরােপের দেশগুলাের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ কোনটি?
    জার্মানি
  • ‘ডাক জীবন বিমা কোন মন্ত্রণালয়ের অধীনে একটি জনকল্যাণমূলক বিমা প্রকল্প?
    অর্থ মন্ত্রণালয় (তবে এটি নিয়ন্ত্রণ, পরিচালন ও বিপণন করে ডাক বিভাগ)।
  • ‘ডাক জীবন বিমা কী?
    যুগপভাবে এটা ‘বিমা পলিসি’ ও ‘সঞ্চয় প্রকল্প
  • বাংলাদেশে কয় ধরনের ‘ডাক জীবন বিমা পলিসি রয়েছে?
    ছয় ধরনের
  • বাংলাদেশে কত সালে ‘ডাক জীবন বিমা পলিসি চালু হয়?
    ১৮৮৪ সালে
  • ‘ছিন্নপত্র’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
    পত্রসাহিত্য/আত্মকথন
  • ‘ছিন্নপত্র’-এর চিঠিগুলাে রবীন্দ্রনাথ কাকে লিখেছিলেন?
    শ্রীমতি ইন্দিরা দেবীকে
  • কোন ক্ষেত্রে বিনিয়ােগে মুনাফার হার সবচেয়ে বেশি?
    সঞ্চয়পত্রে
  • সরকারের ইস্যু করা বন্ডকে কি বলে?
    ট্রেজারি বন্ড ।
  • বর্তমানে দেশে কয়টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে?
    ৩৪টি
  • কত সালে ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)’ গঠিত হয়?
    ২০১০ সালে
  • মহীসােপান কত ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে?
    ১০ ডিগ্রি ।
  • মহীসােপানের গড় প্রশস্ততা কত?
    ৭০ কি.মি.
  • গভীর সমুদ্রের সমভূমির গভীরতা কত মিটার?
    ৫০০০ মিটার
  • পৃথিবীর গভীরতম খাত কোনটি?
    মারিয়ানা খাত
  • ‘পাের্টোরিকো খাত’ কোথায় অবস্থিত?
    আটলান্টিক মহাসাগরে
  • BMI-এর কোন মানটি সুস্বাস্থ্যের আদর্শ মান?
    ১৮.৫ – ২৪.৯
  • কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
    স্নেহ
  • আদর্শ খাদ্য পিরামিডের সর্বোচ্চ স্তরে কোনটি থাকা উচিত?
    স্নেহ
  • কথা বলা শিখতে হলে কোন অঙ্গের গুরুত্ব সবচেয়ে বেশি?
    কান
  • নিচের কোনটি (অপশন সাপেক্ষ) ভাসমান মূলধনের উদাহরণ?
    বিদ্যুৎ
  • নিচের কোনটি (অপশন সাপেক্ষ) নিমজ্জিত মূলধনের উদাহরণ?
    লাঙ্গল।
  • অর্থনীতিতে ‘Sunk Capital’ বলতে কী বুঝায়?
    নিমজ্জিত মূলধন
  • ‘আক্কেল সেলামি’ বাগধারাটির অর্থ কি?
    নির্বুদ্ধিতার শাস্তি/জরিমানা
  • স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান কার?
    তামিম ইকবাল
  • দেশে এখন স্থাপিত বিদ্যুতের ক্ষমতা কত?
    ২০ হাজার ৩৮৩ মেগাওয়াট।
  • ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদিং প্রজেক্ট’ প্রকল্পটির ব্যয় কত?
    ১৪ হাজার ৩২৬ কোটি টাকা (৯০টি প্যাকেজে ৭৯টি বিদ্যুৎ
  • ভারতের কোন অঙ্গরাজ্যে গরুর জন্য পৃথক ‘গরু মন্ত্রণালয় গঠিত হয়েছে?
    মধ্যপ্রদেশ
  • যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা উদ্ভাবনে সহযােগিতা করছে কোন প্রতিষ্ঠান?
    জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ােএনটেক’
  • অক্সফোর্ডের টিকার উদ্ভাবক কে?
    সারাহ গিলবার্ট
  • এয়ার ভিজুয়াল’ কোন দেশভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা?
    যুক্তরাষ্ট্র
  • নিচের কোন দেশে (অপশন সাপেক্ষ) করােনাকালে সবচেয়ে বেশি চালের উৎপাদন বেড়েছে?
    বাংলাদেশ ও পাকিস্তানে (প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে)
  • বিশ্বের সবচেয়ে বড় চাল উৎপাদনকারী দেশ কোনটি?
    চীন (করােনাকালে উৎপাদন কমেছে ১.১৯%)
  • যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী কত তারিখের মধ্যে ইলেক্টোরাল ভােটের সার্টিফিকেশন সম্পন্ন করতে হয়?
    ৮ ডিসেম্বর
  • ‘কান কোন দেশের একটি সরকারি বেতারের নাম?
    ইসরায়েল।
  • ‘আর্মি রেডিও’ কোন দেশের একটি সরকারি বেতারের নাম?
    ইসরায়েল
  • হারেজ’ কোন দেশের সংবাদপত্রের নাম?
    ইসরায়েল
  • ইসরায়েলের গােয়েন্দা সংস্থার নাম কী?
    মােসাদ
  • উপসাগরীয় সহযােগিতা সংস্থা (জিসিসি)-এর সদস্যদেশ কয়টি?
    ৬টি
  • জিসিসিভুক্ত দেশগুলাের মধ্যে সবচেয়ে বেশি করােনায় আক্রান্ত হয়েছে কোন দেশ?
    সৌদি আরব
  • পৃথিবীর গভীরতম খাতের গভীরতা কত?
    ১০৮৭০ মিটার
  • মহাবিশ্বের দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণকে কী বলে?
    মহাকর্ষ
  • শিশুর হঠকারিতার জন্য পিতা-মাতার কোন আচরণ দায়ী?
    নমনীয়তা
  • অপরাধের জন্য বংশগতিকে দায়ী করেছেন কে?
    লমব্রোসাে
  • ইগাে-সুপার ইগাে সম্পর্কে ধারণা দেন কে?
    ফ্রয়েড
  • বিশ্বের সবচেয়ে নারী উদ্যোক্তাবান্ধব অর্থনীতির দেশ কোনটি?
    ইসরায়েল (দ্বিতীয়: যুক্তরাষ্ট্র)
  • নারী উদ্যোক্তাদের জন্য নীতি প্রণয়নে সবচেয়ে বেশি পরিপক্কতার পরিচয় দিয়েছে কোন দেশ?
    যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড
  • বাংলাদেশে কর্মক্ষম নারীদের মধ্যে কত শতাংশ কাজে যুক্ত আছেন?
    ৩৬ শতাংশ
  • নারী উদ্যোক্তাবান্ধব অর্থনীতিতে ২০২০ সালের বৈশ্বিক র্যাংকিংয়ে বাংলাদেশের অংশ কত?
    ৫৮%।
  • কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি তুলা আমদানি করে?
    দক্ষিণ আফ্রিকা
  • দেশে কয়টি যুববান্ধব সেবাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে?
    ৬০৩টি
  • বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক কত বছর বয়স থেকে শিশুদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
    ১০ বছর থেকে ।
  • করােনা রােগী শনাক্তের তালিকায় বর্তমানে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
    ষষ্ঠ
  • নতুন ধর্ম প্রতিমন্ত্রীর নাম কী?
    ফরিদুল হক খান।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন উড়ােজাহাজের নাম কী?
    ধ্রুবতারা (মডেল: ড্যাশ ৮-৪০০)
  • এ বছর বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের কতজন নারী স্থান পেয়েছেন?
    ২ জন (রিনা আকতার ও রিমা সুলতানা রিমু)।
  • ‘Unsung Hero’ শব্দের অর্থ কী?
    অগােচর নায়ক
  • ‘গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্স’ কোন দেশভিত্তিক একটি নারী অধিকার সংগঠন?
    যুক্তরাষ্ট্র
  • ‘আর্টিকেল-১৯’ কোন দেশভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা?
    যুক্তরাজ্য (সদর দপ্তর: লন্ডন)
  • স্পেনের বর্তমান রাজার নাম কী?
    ষষ্ঠ ফিলিপ
  • যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন কে?
    অ্যান্টনি ব্লিঙ্কেন
  • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন কে?
    জ্যানেট ইয়েলেন।
  • যুক্তরাষ্ট্রের নতুন জলবায়ুবিষয়ক দূত কে?
    জন কেরি
  • জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কী?
    লিভা-টমাস গ্রিনফিল্ড
  • বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
    জেনেভা, সুইজারল্যান্ড
  • ২০১৯ সালে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কত ছিল?
    ৪১০.৫ পিপিএম
  • ‘পাের্টোরিকো’ খাতের গভীরতা কত মিটার?
    ৮৫৩৮ মিটার
  • পৃথিবীর বৃহত্তম মহীসােপান কোথায়?
    ইউরােপে
  • কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ চলাচল করে?
    উত্তর আটলান্টিক সমুদ্রস্রোত
  • বাংলা ভাষায় কোনটির নিজস্ব কোনাে অর্থ নেই?
    ধ্বন্যাত্মক শব্দ
  • সামাজিক স্তরবিন্যাসে ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
    ডেভিস এবং মুর
  • উদ্ভিদ মূলরােমের সাহায্যে পানি শােষণ করে কোন প্রক্রিয়ায়?
    অভিস্রবণ ।
  • কোনটির উপর বীজের অঙ্কুরােদগমের সাফল্য নির্ভর করে?
    অভিস্রবণ
  • ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ‘রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড’ এর পরিবর্তিত নাম কী?
    আভিভা ফাইন্যান্স লিমিটেড
  • পটুয়াখালীতে বেসরকারি উদ্যোগে নির্মিত বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
    ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড (উৎপাদনক্ষমতা: ১৫০ মেগাওয়াট)
  • এসএমই-এর কোন খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে?
    সেবা খাতে
  • দেশে এখন বিদ্যুতের গ্রাহক সংখ্যা কত?
    ৩.৮২ কোটি ।
  • সম্প্রতি দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নতুন ঘূর্ণিঝড়টির নাম কী?
    নিভার
  • রাষ্ট্র কর্তৃক বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন বস্তু বা স্থানসমূহকে রক্ষা করার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
    ২৪ অনুচ্ছেদে
  • ‘ফুটবল জাদুকর’ নামে খ্যাত ডিয়েগাে ম্যারাডােনা মারা যান কবে?
    ২৫ নভেম্বর ২০২০
  • ম্যারাডােনার পেশাদার ফুটবল খেলা শুরু হয় কত সালে?
    ১৯৭৬ সালে
  • আর্জেন্টিনার জার্সিতে কতটি ম্যাচ খেলেছেন এবং গােল করেছেন ম্যারাডােনা?
    ৯১টি ম্যাচ এবং ৩৪টি গােল
  • কত সালে ম্যারাডােনা আর্জেন্টিনা যুব দলের হয়ে শিরােপা জেতেন?
    ১৯৭৯ সালে
  • কত সালে আর্জেন্টিনা ম্যারাডােনার অধিনায়কত্বে ফিফা বিশ্বকাপ জিতে?
    ১৯৮৬ সালে (বিপক্ষ দল: পশ্চিম জার্মানি)
  • কোন দেশের বিপক্ষে ম্যারাডােনা তার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গােল করেছিলেন?
    ইংল্যান্ড।
  • ম্যারাডােনা পেশাদার খেলােয়াড় থেকে অবসর গ্রহণ করেন কত সালে?
    ১৯৯৭ সালে ।
  • কত সালে ম্যারাডােনা ফিফার শতাব্দীর সেরা খেলােয়াড় খেতাবে ভূষিত হন?
    ২০০০ সালে।
  • সারা দেশে কয়টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে?
    ৩৯টি
  • গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) সব দেশকে মােট জনসংখ্যার কত শতাংশের জন্য টিকা দেবে?
    ২০ শতাংশ ।
  • সম্প্রতি কোন দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
    ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কমনওয়েলথ অব ডমিনিকার সঙ্গে
  • দেশে কোন সময়ে ইলিশ ধরা বন্ধ থাকে?
    ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত (২২ দিন)
  • প্রতিবছর কোন সময়ে দেশে জাটকা ধরা নিষিদ্ধ থাকে?
    নভেম্বর থেকে জুন পর্যন্ত (৮ মাস)।
  • ইলিশের অভয়াশ্রমে কখন মাছ ধরা নিষিদ্ধ থাকে?
    মার্চ-এপ্রিল দুই মাস
  • দেশে বর্তমানে ইলিশের অভয়াশ্রম কয়টি?
    ৬টি
  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
    ময়মনসিংহে
  • কোন এলাকায় ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে?
    পটুয়াখালী উপকূল এলাকায়
  • ইলিশ ধরার ক্ষেত্রে বর্তমানে কত সেন্টিমিটারের নিচে ফাঁসওয়ালা জাল নিষিদ্ধ করা হয়েছে?
    ৬ সেন্টিমিটারের নিচে
  • দেশে কখন থেকে জাটকা সংরক্ষণ শুরু হয়?
  • ২০০৩-২০০৪ অর্থবছর থেকে বিশ্বের মােট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?
    ৮৬ শতাংশ
  • দেশের মােট উৎপাদিত মাছের কত শতাংশ ইলিশ?
    ১২ শতাংশ
  • মােট দেশজ উৎপাদনের কত শতাংশ ইলিশ থেকে আসে?
    ২১ শতাংশ ।
  • দেশে ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় কখন?
    ২০০৫-২০০৬ অর্থবছরে
  • আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহল কোন দেশে সম্মেলন করছে?
    সুইজারল্যান্ডে
  • ত্রিপুরায় আশ্রিত ‘রিয়াং উদ্বাস্তুদের পূর্বের বাস কোথায় ছিল?
    মিজোরামে
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
    ইন্দোনেশিয়া
  • এ পর্যন্ত ভারত চীনের কয়টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরােপ করেছে?
    ২২০টি
  • মােবাইল কোর্ট সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারেন?
    দুই বছর
  • কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়?
    নিরক্ষীয় অঞ্চলে
  • অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
    দ্বিতীয়
  • ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) কোন দেশভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান?
    যুক্তরাষ্ট্র
  • স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের ১৫০-এর বেশি ছক্কা আছে?
    তামিম ইকবাল
  • ‘গ্লোবাল জাস্টিস’ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
    যুক্তরাষ্ট্র (কেন্দ্র: নিউইয়র্ক)।
  • রােহিঙ্গাদের সুরক্ষায় চারটি সুস্পষ্ট অন্তর্বরতী ব্যবস্থা গ্রহণের

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button