আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
শিক্ষা

কবিওয়ালা ও শায়ের | কবিগান | টপ্পাগান

কবিওয়ালা ও শায়ের

  • কবিওয়ালা ও শায়েরের উদ্ভব- আঠারাে শতকের শেষার্ধ থেকে উনিশ শতকের প্রথমার্ধ সময়ে।
  • আরবি-ফারসি-হিন্দি-উর্দু ভাষার মিশ্রণে রচিত হত।
  • মুসলমান কাব্য রচয়িতাদের বলা হতােশায়ের।
  • কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণকারীদের বলা হতাে- কবিওয়ালা।
  • শায়েরেরা যে ভাষায় সাহিত্য রচনা করে তার নাম দোভাষী সাহিত্য।

কবিগান

  • দুই পক্ষের তর্ক-বিতর্কের মাধ্যমে অনুষ্ঠিত গানকে- কবিগান বলা হয়।
  • কবিগানের আদিগুরু- গোঁজলা গুই, শ্রেষ্ঠ রচয়িতা- হরু ঠাকুর।
  • কবিগান রচনা ও পরিবেশনায় বিশেষভাবে সুখ্যাতি লাভ করেছিলেন এন্টনি ফিরিঙ্গি, রাম বসু ও ভােলা ময়রা।
  • কবিয়াল এন্টনি ফিরিঙ্গিকে নিয়ে ভারতে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র- জাতিস্মর।
  • অন্যান্য রচয়িতা-ভবানী বেনে, বলরাম বৈষ্ণব, রামসুন্দর স্যাকরা, শ্রীধর কথক, কেষ্ট মুচি, নীলমনি প্রমুখ।

টপ্পাগান

  • টপ্পাগান এর উদ্ভব- কবিগানের সমসাময়িককালে, হিন্দি টপ্পাগান এর আদর্শে ।
  • বাংলা টপ্পাগানের জনক- নিধু বাবু বা রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯)।
  • আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত- টপ্পাগান থেকে।
  • টপ্পাগান রচয়িতা- কালী মির্জা ও শ্রীধর কথক।

নিধুবাবুর একটি গান :
নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষে পুরে কি আশা ॥
কত নদী সরােবর কিবা ফল চাতকীর
ধারাজল বিনে কভু ঘুচে কি তৃষা ॥

পাঁচালীগান

  • পাঁচালী গানের শক্তিশালী কবি- দাশরথি রায়/দাশু রায়’ (১৮০৬-৫৭)।
  • তাঁর পাঁচালী পালা প্রকাশিত হয়েছিল- দশ খণ্ডে।
  • ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে রচিত হয়।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button