আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিশ্ববিদ্যালয় ভর্তি

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রথম পত্র : উৎপাদন ব্যবস্থাপনা

প্রশ্ন : সংগঠন হলাে—
উত্তর : ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়।

প্রশ্ন : উৎপাদনশীলতাকে বলা হয়—
উত্তর : উৎপাদন ক্ষমতা।

প্রশ্ন : মূলধন গঠনের ৫টি ধাপ—
উত্তর : ১. সঞ্চয় সৃষ্টি, ২. সঞ্চয়ের সামর্থ্য, ৩, সঞ্চয়ের ইচ্ছা, ৪. সঞ্চয়ের গতিশীলতা ও ৫. সঞ্চয় প্রকৃত মূলধনে বিনিয়ােগ।

প্রশ্ন : উৎপাদন মাত্রা হলাে—
উত্তর : উৎপাদিত পণ্যের পরিমাণ।

প্রশ্ন : উৎপাদন ক্ষমতা অব্যবহৃত থাকে
উত্তর : উৎপাদন হ্রাস পেলে।

প্রশ্ন : ব্যবসায়ের অবস্থান মূলত নির্ভর করে
উত্তর : প্রকৃতির উপর।

প্রশ্ন : পণ্যের অন্তর্নিহিত মূল বৈশিষ্ট্য
উত্তর : অভাব মেটানাের সামর্থ্য।

দ্বিতীয় পত্র : বিপণন

প্রশ্ন : অর্থনীতির প্রাণ বলা হয়—
উত্তর : বাজারজাতকরণকে।

প্রশ্ন : বর্তমানে বিপণনের মূল উদ্দেশ্য—
উত্তর : ক্রেতাদের সন্তুষ্ট করা।

প্রশ্ন : বিপণন পরিবেশের উপাদানের দুটি ভাগ—
উত্তর : ব্যষ্টিক পরিবেশ ও সামষ্টিক পরিবেশ।

প্রশ্ন : জাহাজ থেকে পণ্য নিক্ষেপণকে বলা হয়—
উত্তর : জেটিসন।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন
উত্তর : আকাশ বিজ্ঞাপন।

প্রশ্ন : KYC-এর পূর্ণরূপ—
উত্তর : Know Your Customer

প্রশ্ন : বিক্ৰয়িকতাকে যে নামে অভিহিত করা হয়
উত্তর : ব্যক্তিগত বিজ্ঞাপন।

প্রশ্ন : বিক্রয় প্রসারের মূল উদ্দেশ্য হচ্ছে—
উত্তর : তাৎক্ষণিক বিক্রয়।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button