আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
টুকরো সংবাদ

ইতিহাসের প্রচ্ছদপট অক্টোবর

বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় আসা ও সম্ভাব্য প্রশ্নের আলােকে মাসভিত্তিক গুরুত্বপূর্ণ তারিখ ও সাল নিয়ে আলােকপাত। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ইনশাল্লাহ!

জাতিসংঘ প্রতিষ্ঠা
২৫ এপ্রিল ১৯৪৫-২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা এক সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে প্রতিনিধিদের আলাপআলােচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ’। ৫০টি দেশের প্রতিনিধিরা ১১১টি অনুচ্ছেদবিশিষ্ট সনদটি স্বাক্ষর করেন ২৬ জুন ১৯৪৫। পােল্যান্ড সম্মেলনে উপস্থিত না থাকায় ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে সনদটি স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাতা সদস্যের অন্তর্ভুক্ত হয়। ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকর হয়। তাই ২৪ অক্টোবর বিশ্ব জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে এর সদস্য দেশ ১৯৩টি ও পর্যবেক্ষক দেশ ২টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি ও সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ১ জানুয়ারি ১৯৪২ জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সােমবার নােবেল বিজয়ীদের নাম ঘােষণা শুরু হয়।

এই বিভাগ থেকে আরো পড়ুন

৭ মার্চের ভাষণ
৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় UNESCO। এর মধ্যে ৭ মার্চের ভাষণ UNESCO’র স্বীকৃতিপ্রাপ্ত ৪২-৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
অক্টোবর বিপ্লব
২৫ অক্টোবর ১৯১৭ রাশিয়ায় (জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে) সূচিত হয় পৃথিবীর প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব ‘অক্টোবর বিপ্লব’ । ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাসকে হটিয়ে ক্ষমতা দখল করে বলশেভিকরা। ৩১ অক্টোবর ১৯১৭ এক সপ্তাহের লড়াইয়ের পর বলশেভিকরা মস্কোর নিয়ন্ত্রণ লাভ করে।

১ অক্টোবর

  • ১৯৪৯ : গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং কর্তৃক গণচীন প্রতিষ্ঠার ঘোষণা ।
  • ১৯৫৮ : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA’র কার্যক্রম শুরু হয়।

২ অক্টোবর

  • ১৭৯০ : যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
  • ১৮৬৯ : ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন ।

৩ অক্টোবর

  • ১৯৪৫ : বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয় ৷
  • ১৯৫২ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্রের প্রথম সফল পরীক্ষা চালায় ।
  • ১৯৯০ : পূর্ব ও পশ্চিম জার্মানির পুনঃএকত্রীকরণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন।

৪ অক্টোবর

  • ১৮১৩ : লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন ।
  • ১৯৫৭ : মহাকাশে পাঠানো হয় প্রথম কৃত্রিম উপগ্রহ Sputnik-1।
  • ২০০৬ : বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও প্রতিষ্ঠানের গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন তোলা সংবাদ মাধ্যম WikiLeaks যাত্রা শুরু করে ।

৫ অক্টোবর

  • ১৭৮৯ : ফরাসি বিপ্লবের সূচনা হয় ।
  • ১৯৭৫ : প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।

৬ অক্টোবর

  • ১৭৬৯ : ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
  • ১৯৮১ : সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেনাবাহিনী কর্তৃক নিহত হন।

৭ অক্টোবর

  • ১৯৫০ : কলকাতার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন মাদার তেরেসা।
  • ১৯৫৮ : প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃর্ক পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়।
  • ২০০১: আফগানিস্তানে সন্ত্রাস বিরােধী সামরিক অভিযান অপারেশন এনডিউরিং ফ্রিডম’ রু করে যুক্তরাষ্ট্র।

৮ অক্টোবর

  • ৬২৪ : (২ হিজরি) মুসলমানদের কিবলা বায়তুল মােকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।
  • ১৯১২ : প্রথম বলকান যুদ্ধের সূচনা হয়। ১৮৫৬ : দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়।

৯ অক্টোর

  • ১৭০৮ : রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত।
  • ১৮৭৪ : ব্রেন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় General Postal Union, যার মাধ্যমে বিশ্বে ডাক ব্যবস্থার সূচনা ঘটে। বর্তমানে এটি Universal Postal Union নামে পরিচিত।
  • ২০০৬ : অষ্টম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে পারমাণবিক বােমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

১০ অক্টোবর

  • ৬৮০ : কারবালার যুদ্ধ সংঘটিত।
  • ১৯৪২ : কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন।
  • ১৯৭২ : বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।

১১ অক্টোবর

  • ১৬৬৯ : পিটার দি গ্রেট রাশিয়ার জার নিযুক্ত হন।
  • ১৯৫৭ : প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
  • ১৯৬২ : চীন-ভারত যুদ্ধ শুরু হয়।

১২ অক্টোবর

  • ১৪৯২ : কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছেন।
  • ১৯৯৯ : পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশাররফ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করেন।

১৩ অক্টোবর

  • ১৫৫৬ : মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
  • ২০০২ : তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

১৪ অক্টোবর

  • ১৮০৬ : ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৯৫৫ : পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়।

১৫ অক্টোবর

  • ১৮১৫ : আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টের নির্বাসন জীবন শুরু হয়।
  • ১৯৬৪ : চীন প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ।

১৬ অক্টোবর

  • ১৭৫৬ : মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকত জং পরাজিত ও নিহত হন।
  • ১৯০৫ : বঙ্গভঙ্গ কার্যকরের ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন দুটি প্রদেশ সৃষ্টি হয়।
  • ১৯১৫ : যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করে।

১৭ অক্টোবর

  • ১৮৪৮ : সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক অরুণােদয় প্রকাশিত হয়।
  • ১৯০৫ : বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বাংলার মাটি বাংলার জল’ গানটি।

১৮ অক্টোবর

  • ১৮৬৬ : রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
  • ১৯১২ : ইতালি ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯ অক্টোবর

  • ১৮৮৮ : রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
  • ১৯৯১: বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয়।

২০ অক্টোবর

  • ১৯২২ : ইতালিতে বেনিতাে মুসােলিনি ক্ষমতা দখল করেন।
  • ১৯৭৩ : দীর্ঘ ১৪ বছরব্যাপী নির্মাণকাজ শেষে ব্রিটিশ রানি কর্তৃক ‘সিডনি অপেরা হাউজ’ উদ্বোধন।

২১ অক্টোবর

  • ১২৯৬ : আলাউদ্দীন খিলজি দিল্লির সিংহাসনে আরােহণ করেন।
  • ১৯৫০ : চীনের সেনারা তিব্বত দখল করে।
  • ১৯৫৫ : আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি প্রত্যাহার করা হয়।

২২ অক্টোবর

  • ১৭৬০ : নবাব মীর জাফর আলীকে পদচ্যুত করা হয়।
  • ১৮৬২ : আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘােষণায় স্বাক্ষর করেন।
  • ১৯৫৪ : আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন।

২৩ অক্টোবর

  • ১৭৬৪ ; বক্সারের যুদ্ধে মীর কাশিম যুক্তরাজ্যের কাছে পরাজয় বরণ করেন।
  • ১৮১৪ : যুক্তরাজ্যে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
  • ১৯৪৩ : আজাদ হিন্দ সরকার যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করে।

২৪ অক্টোবর

  • ১৬০৫ : মােগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরােহণ করেন।

২৫ অক্টোবর

  • ১৮২৫ : ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির নিকট আত্মসমর্পণের পর চীন-তাইওয়ানের শাসনভার গ্রহণ করে।
  • ১৯৫১ : স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২৬ অক্টোবর

  • ১৯৫৯ : পাকিস্তান সরকার মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করে।

২৭ অক্টোবর

  • ১৫২৬ : মােগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরােহণ করেন।
  • ১৯৭২ : বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।

২৮ অক্টোবর

  • ১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
  • ১৬৩৮ : হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মৃত্যুবরণ করেন।

২৯ অক্টোবর

  • ১৮৫১ : ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪১ : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম।

৩০ অক্টোবর

  • ১৯১৮: প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের আত্মসমর্পণ।
  • ১৯৫৮ : স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

৩১ অক্টোবর

  • ১৯১৪ : কৃষ্ণ সাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
  • ১৯৮৪ : ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।

বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলি

প্রশ্ন : ২০২১ সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে চালু হওয়া ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়—
উত্তর : ১৮ অক্টোবর।

প্রশ্ন : বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নােট কবে থেকে চালু হয়েছে?
উত্তর : ২৭ অক্টোবর ২০০৮

প্রশ্ন : কবে থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয়?
উত্তর : ১০ অক্টোবর ১৯৯৫

প্রশ্ন : অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ২৮ অক্টোবর ২০০১

প্রশ্ন : বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে—
উত্তর : ৩১ অক্টোবর ২০১০

প্রশ্ন : আন্তর্জাতিক অহিংস দিবস-
উত্তর : ২ অক্টোবর।

প্রশ্ন : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তর : ১০ অক্টোবর।

প্রশ্ন : ২০২১ সালের ৩১ অক্টোবর-১৩ নভেম্বর পর্যন্ত কপ-২৬ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
উত্তর : গ্লাসগাে, স্কটল্যান্ড।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button