আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরসহ কুইজ

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরসহ কুইজ নিয়ে নিচে আলোচনা করা হলো। নিজেকে যাচাই করার জন্য নিচে একটি মডেল টেস্ট দেওয়া হলো। মডেল টেস্টটিতে অংশগ্রহণ করতে নিচে গিয়ে Start বাটনে ক্লিক করুন।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : হংকং-এর আইন পরিষদের নাম
উত্তর : legCo।

প্রশ্ন : তুরস্কের ‘আয়া সােফিয়া’ মসজিদটি ব্যবহৃত হতাে
উত্তর : অর্থোডক্স গির্জা হিসেবে।

প্রশ্ন : মসুল ও নিমরূদ নগরীর অবস্থান
উত্তর : ইরাকে।

প্রশ্ন : কাতারের দোহায় মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী
উত্তর : অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)।

প্রশ্ন : বিশ্বের সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে
উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য
উত্তর : ৩,১৪৫ কিলােমিটার।

প্রশ্ন : বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন
উত্তর : আসিরীয়রা।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়
উত্তর : সংস্কৃতি।

প্রশ্ন : সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে
উত্তর : ১৯৬৫ সালে।

প্রশ্ন : ইস্তানবুলকে বলা হয়
উত্তর : ইউরেশিয়ান সিটি।

প্রশ্ন : আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগােষ্ঠী
উত্তর : পশতুন।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের স্বাধীন দেশ
উত্তর : ৪৮টি।

প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ লেলিন ‘এপ্রিল থিসিস’ পেশ করেন
উত্তর : ১৭ এপ্রিল ১৯১৭।

প্রশ্ন : জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়াকে বলা হয়
উত্তর : ট্রান্সককেশিয়ান অঞ্চল।

প্রশ্ন : পশ্চিম ইউরােপে ‘ট্রুম্যান ডকট্রিন’ কবে ঘােষণা করা হয়
উত্তর : ১৯৪৭ সালে।

আরো কিছু সাধারণ জ্ঞান পড়ুন ………………

প্রশ্ন : থাইল্যান্ডের মুদ্রার নাম
উত্তর : বাথ।

প্রশ্ন : লিথুয়ানিয়ার রাজধানী
উত্তর : ভিলনিয়াস।

প্রশ্ন : ‘ফোকেটিং’ (Folketing) আইন সভা যে দেশের
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : Mein Kampf হলাে
উত্তর : অ্যাডলফ হিটলারের আত্মজীবনী।

প্রশ্ন : যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
উত্তর : ভিক্টোরিয়া ক্রস।

প্রশ্ন : আফ্রিকা ও ইউরােপকে বিভক্ত করেছে
উত্তর : জিব্রাল্টার প্রণালি।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা
উত্তর : ১১টি।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়
উত্তর : Secretary of State

প্রশ্ন : ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের মহিলারা ভােটাধিকার লাভ করে
উত্তর : সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে।

প্রশ্ন : ৩ সেপ্টেম্বর ১৭৮৩ যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের অবসান হয়
উত্তর : প্যারিস চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : Caravan of Death হলাে
উত্তর : পিনোশের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড।

প্রশ্ন : বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত
উত্তর : ভারত বাংলাদেশ সীমান্ত।

প্রশ্ন : হিটলার কর্তৃক যে দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
উত্তর : পােল্যান্ড।

প্রশ্ন : ‘দক্ষিণের রানি’ বলা হয়
উত্তর : সিডনিকে।

প্রশ্ন : ‘লিটল বয়’ পারমাণবিক বােমার তেজস্ক্রিয় পরমাণু ছিল
উত্তর : ইউরেনিয়াম ২৩৫।

এই অংশের আরো কিছু সাধারণ জ্ঞান ..

প্রশ্ন : NPT হলাে
উত্তর : পারমাণবিক অস্ত্রের বিস্তার রােধ চুক্তি।

প্রশ্ন : Outer Space Treaty স্বাক্ষরিত হয়
উত্তর : ২৭ জানুয়ারি ১৯৬৭।

প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়
উত্তর : ২১ মার্চ।

প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে
উত্তর : বাতাসের উষ্ণতার পরিমাণ বাড়ছে।

প্রশ্ন : জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন কার্যকর হয়
উত্তর : ২৯ ডিসেম্বর ১৯৯৩।

প্রশ্ন : কিয়ােটা প্রটোকল কার্যকরের জন্য অনুমােদনের প্রয়ােজন
উত্তর : ৫৫টি দেশের।

প্রশ্ন : Chloroflurocarbon আবিষ্কার করেন
উত্তর : Thomas Midgley।

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ
উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

প্রশ্ন : আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অবস্থিত
উত্তর : নেদারল্যান্ডসে।

প্রশ্ন : UN Radio প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ইসলামি সহযােগিতা সংস্থার (OIC) দাপ্তরিক ভাষা
উত্তর : ৩টি।

প্রশ্ন : The Truths We Hold আত্মজীবনীর রচয়িতা
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : লন্ডনের বিখ্যাত মাদাম তুসাের মােমের জাদুঘরের ২৩তম স্থাপিত হয়
উত্তর : ভারতের দিল্লিতে; ২০১৭ সালে।

প্রশ্ন : পাবলাে পিকাসাের জন্মস্থান
উত্তর : স্পেনের মালাগায়।

[ays_quiz id=’15’]

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button