আন্তর্জাতিক বিষয়াবলীপিডিএফ ডাউনলোড

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ] টি নিচে দেওয়া হলো। আসা করি আপনারা যারা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন ও উত্তর গুলো খুবই উপকারী হবে।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : ভারতবর্ষ আক্রমণকারী আলেকজান্ডার ছিলেন
উত্তর : মেসিডােনিয়ার সম্রাট।

প্রশ্ন : মন্টিনিগ্রো যে অঞ্চলের দেশ
উত্তর : বলকান।

প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায় ।

প্রশ্ন : ইনকা সভ্যতার ভিত্তিভূমি দেশ
উত্তর : পেরু।

প্রশ্ন : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে
উত্তর : পানামা খাল।

প্রশ্ন : ‘গ্লাসনস্ত’ এর অর্থ
উত্তর : খােলামেলা আলােচনা।

প্রশ্ন : ব্লাক ফরেস্ট অবস্থিত
উত্তর : জার্মানিতে।

প্রশ্ন : IMF প্রতিষ্ঠা করা হয়
উত্তর : ১৯৪৪ সালে।

প্রশ্ন : IAEA’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : ভিয়েনা, অস্ট্রিয়া ।

প্রশ্ন : সামরিক ভাষায় WMD-এর অর্থ
উত্তর : Weapons of Mass Destruction

প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

প্রশ্ন : ADB’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

প্রশ্ন : মিসরকে আরব লীগ হতে বহিষ্কার করা হয়
উত্তর : ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর।

প্রশ্ন : যে চুক্তি অনুযায়ী ইউরােপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে
উত্তর : ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : জাতিসংঘের নামকরণ করেন
উত্তর : মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

প্রশ্ন : ফিনল্যান্ড উপনিবেশ ছিল
উত্তর : রাশিয়ার।

প্রশ্ন : গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি The Kyoto Protocol জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়
উত্তর : ১৯৯৭ সালে।

প্রশ্ন : ২০২১ সালের হেনলি পাসপাের্ট সূচকে শীর্ষ দেশ
উত্তর : জাপান।

ঘ, চলতি ঘটনাবলি আন্তর্জাতিক

প্রশ্ন : WTO’র প্রথম নারী মহাপরিচালক
উত্তর : নগােজি ওকোঞ্জো-আইওয়েলা।

প্রশ্ন : সম্প্রতি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়
উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন : জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
উত্তর : ইয়ােশিহিদে সুগা।

প্রশ্ন : রাজনৈতিক থ্রিলারধর্মী উপন্যাস State of Terror-এর রচয়িতা
উত্তর : হিলারি ক্লিনটন ও লুইস পেনি।

প্রশ্ন : মিয়ানমারে বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রধান
উত্তর : জেনারেল মিন অং হ্লাইং।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
উত্তর : ৪৬তম প্রেসিডেন্ট।

প্রশ্ন : যুক্তরাজ্যে BREXIT প্রশ্নে গণভােট অনুষ্ঠিত হয়
উত্তর : ২৩ জুন ২০১৬।

প্রশ্ন : বায়ােএনটেক কোম্পানির মূল প্রতিষ্ঠাতা
উত্তর : ড. উগার শাহীন ও ড. উজলেম তুরেসি।

প্রশ্ন : আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ৯ নভেম্বর ২০২০।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button