সামাজিক বিজ্ঞান

অসহযােগ আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

মহাত্মা গান্ধী অহিংস ও অসহযােগ আন্দোলনের জনক। এ একটি উল্লেখযােগ্য নিরস্ত্র বা সত্যাগ্রহ আন্দোলন। অসহযােগের মাধ্যমে অচলাবস্থা সৃষ্টি করে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করার জন্য সর্বপ্রকার অসহযােগিতা করাই এ আন্দোলনের লক্ষ্য ছিল। ১৯১৯ সালে ‘মন্টেগু-চেমসফোর্ড শাসন-সংস্কার আইন এ দেশবাসী গ্রহণ করেনি।

ভারতের সকল রাজনৈতিক দল এ শাসন-সংস্কার আইনকে অসম্পূর্ণ, অসন্তোষজনক এবং নৈরাজ্যজনক বলে ঘােষণা করেন। ইতিমধ্যে রাওলাট আইন নামে এক দমনমূলক আইন বিধিবদ্ধ হয়। এ আইনের ফলে সরকার যেকোনাে ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখতে পারতেন। এ আইনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন স্থানে হরতাল, শশাভাযাত্রা, প্রতিবাদ সভা পালিত হয়।

এসব পরিস্থিতিতে গান্ধীজী অসহযােগ আন্দোলনের ডাক দেন। ১৯২০ সালে কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে অসহযােগ প্রস্তাব পাস ও অনুমােদিত হয়। প্রথমদিকে গান্ধী এ আন্দোলনে ‘সত্যাগ্রহ’ নীতি গ্রহণ করেন। হিন্দু-মুসলিম একতাবদ্ধ হয়ে অসহযােগ আন্দোলনকে তীব্র করে তােলে।

এ আন্দোলনের কর্মসূচির মধ্যে ছিল সরকারি খেতাব ও অবৈতনিক পদ বর্জন করা, সরকারে বেসরকারি পদগুলাে থেকে ইস্তফা দেওয়া, পুলিশ ও সেনাবাহিনী থেকে পদত্যাগ এবং খাজনা বন্ধ করা। ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ বর্জন করেছিল। দেশবাসী বিলেতি দ্রব্যও বর্জন করেছিল। মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস প্রমুখ আইনজীবীগণ আইন-ব্যবসা ত্যাগ করেন।

১৯২১ সালে গান্ধীর নেতৃত্বে খিলাফত ও অসহযােগ আন্দোলন যৌথ আন্দোলনের রূপ নেয়। এ মিলিত আন্দোলন সারা ভারতে এক গণআন্দোলনে পরিণত হয়। উভয় আন্দোলনের উদ্দেশ্য ছিল খেলাফত রক্ষা ও ভারতের স্বাধীনতা অর্জন। শেষ পর্যন্ত এ আন্দোলন সশস্ত্র রূপ নেয়।

লর্ড রিডিং কঠোর হতে এ আন্দোলন দমন করতে বদ্ধপরিকর হয়ে গুলি ও লাঠি ব্যবহার করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা চৌরিচৌরা থানায় আগুন লাগিয়ে ২১ জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলে। এ ঘটনায় গান্ধী মর্মাহত হন এবং অসহযােগ আন্দোলন প্রত্যাহার করেন। এ আন্দোলন দেশপ্রেমের জন্ম দেয়। জনসাধারণের মধ্যে অভাবনীয় জাগরণ সৃষ্টি করে। এ আন্দোলন সকল ধর্মের ভারতবাসীকে একই জাতীয়তাবােধের আদর্শে সংঘবদ্ধ করে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button