আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
এইচএসসিএসএসসিভাবসম্প্রসারণ

অন্যের পাপ গণনার আগে নিজের পাপ গােন

অন্যের পাপ গণনার আগে নিজের পাপ গােন

সাধারণত প্রতিটি মানুষই নিজের ত্রুটি-বিচ্যুতির প্রতি সতর্ক দৃষ্টি না দিয়ে অন্যের ক্রটি-বিচ্যুতির সমালােচনায় তৎপর হয়ে ওঠে। এটা সম্পূর্ণ অন্যায়, অনুচিত। কেননা এভাবে পৃথিবী থেকে অন্যায়অবিচার ও পাপ দূর করা যায় না, বরং সংঘাত বাড়ে ও একে অপরের ক্ষতিসাধন করার সুযােগ খুঁজতে থাকে। এতে শেষ পর্যন্ত পাপ ও অন্যায় বেড়ে যায়। পৃথিবীর বুক থেকে অন্যায়-অবিচার ও পাপ দূর করতে হলে নিজের ত্রুটি-বিচ্যুতি যাতে না ঘটে সেজন্য তৎপর হতে হবে। তাই পরের দোষ ক্রটি না খুঁজে নিজের দোষ-ক্রটি সর্বাগ্রে দেখেই মানুষের আত্মসমালােচনা করা উচিত। আত্মসমালােচনা তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। এভাবে প্রতিটি লােকই যদি অন্যায়-অবিচার ও পাপ থেকে বিরত থাকতে পারে তবে পৃথিবীতে পাপ ও অন্যায় থাকবে না; কেউ সমালােচনা ও পরনিন্দা করার সুযােগ পাবে না। ফলে পৃথিবীতে হিংসা-বিদ্বেষ ও মারামারি-হানাহানি থাকবে না এবং একটা পাপ ও অন্যায় প্রতিরােধের জন্যে বহু পাপ বা অন্যায় করতে হবে না। তাই অন্যের ছিদ্র অন্বেষণ করার আগে নিজের প্রতি দৃষ্টি দেয়াই প্রতিটি মানুষের প্রথম ও প্রধান কর্তব্য।

এই বিভাগের আরো ভাবসম্প্রসারণ :

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button