আন্তর্জাতিক বিষয়াবলীটুকরো সংবাদবাংলাদেশ বিষয়াবলী

অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

০১ অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস।
০১ অক্টোবর বিশ্ব হাসি দিবস (World Smile Day) (অক্টোবর মাসের প্রথম শুক্রবার)।
০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রতিপাদ্য— ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা।
০২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস। প্রতিপাদ্য— অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা।
০২ অক্টোবর জাতীয় পথশিশু দিবস।
০২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস।
০৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
০৪ অক্টোবর বিশ্ব বসতি দিবস (অক্টোবর মাসের প্রথম সােমবার)। প্রতিপাদ্য— নগরীয় কর্মপন্থা প্রয়ােগ করি, কার্বন মুক্ত বিশ্ব গড়ি।
০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। প্রতিপাদ্য- শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক।
০৭ অক্টোবর বিশ্ব তুলা দিবস। প্রতিপাদ্য— Cotton is Good.
০৮ অক্টোবর বিশ্ব ডিম দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার)। প্রতিপাদ্য— প্রতিদিন ডিম খাই, রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়াই।
০৯ অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রতিপাদ্য– পাখির মতাে গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে।
০৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। প্রতিপাদ্য- ইনােভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন।
০৯ অক্টোবর বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার)।
০৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস। প্রতিপাদ্য- জীবন বাঁচাতে তামাক ছাড়ি—তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি।
১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য– অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য।
১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস।
১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস। প্রতিপাদ্য- স্ক্রিনিং জীবন বাঁচায়।

অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিপাদ্য– ডিজিটাল প্রজন্মই, আমাদের প্রজন্ম।
১২ অক্টোবর বিশ্ব আর্থাইটিস দিবস। প্রতিপাদ্য— আর দেরি নয়, আর্থাইটিস চিকিৎসার এখনই সময়।
১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতিপাদ্য— দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে। স্লোগান মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।
১৩ অক্টোবর বিশ্ব থ্রম্বােসিস দিবস। প্রতিপাদ্য- থ্রম্বােসিসের ব্যাপারে সজাগ থাকা।
১৪ অক্টোবর বিশ্ব মান দিবস। প্রতিপাদ্য- সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান।
১৪ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য- আপনার চোখকে (দৃষ্টিকে) ভালােবাসুন।

অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক আরো কিছু দিবস

১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি।
১৫ অক্টোবর বিশ্ব হাতধােয়া দিবস। প্রতিপাদ্য- আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলাে একসঙ্গে এগিয়ে চলি।
১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। প্রতিপাদ্য— সবার জন্য ভালাে খাদ্য চাষ করেন গ্রামীণ নারী।
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। প্রতিপাদ্য- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালাে উৎপাদনে ভালাে পুষ্টি, আর ভালাে পরিবেশেই উন্নত জীবন।
১৬ অক্টোবর বিশ্ব অ্যানেসথেশিয়া দিবস।
১৬ অক্টোবর বিশ্ব মেরুদণ্ড দিবস।
১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমােচন দিবস। প্রতিপাদ্য- দারিদ্র্যের অবসান, আমাদের পৃথিবী এবং সবার প্রতি। সম্মান : এক সঙ্গে গড়ি আগামী।
১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস।
২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস।
২০ অক্টোবর বিশ্ব অস্টিওপােরােসিস (হাড় ক্ষয়) দিবস।
২১ অক্টোবর আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস (অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার)।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিপাদ্য— গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি।
২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।
২৪ অক্টোবর বিশ্ব তথ্য উন্নয়ন দিবস।
২৪ অক্টোবর আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস।
২৫ অক্টোবর বিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস।
৩১ অক্টোবর বিশ্ব নগর দিবস।
৩১ অক্টোবর বিশ্ব মিতব্যয়িতা দিবস।

সচেতনতা মাস

জাতীয় স্যানিটেশন মাস। লােগান। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি।

সপ্তাহ

৪-১০ অক্টোবর বিশ্ব বিনিয়ােগকারী সপ্তাহ।
৪-১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ।
 ২৪-৩০ অক্টোবর নিরস্ত্রীকরণ সপ্তাহ।
২৪-৩১ অক্টোবর বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button